Arjun Singh: 'পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াব এটা নিশ্চিত' জানিয়ে দিলেন অর্জুন সিংহ
Arjun On Partha: তৃণমূলের প্রার্থীতালিকায় নেই তাঁর নাম। তারপর থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। ইতিমধ্যেই তাঁর অফিস থেকে সরেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
ব্রতদীপ ভট্টাচার্য, ব্যারাকপুর: ব্যারাকপুরে এবার পার্থ-অর্জুন সংঘাত? অর্জুন জানিয়েছেন, তিনি পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে (Loksabha Election 2024) দাঁড়াবেন এটা নিশ্চিত। দলের একাংশকে দিয়ে আমার বিরোধিতা করানো হয়েছে পরিকল্পিতভাবে। পুরোটাই স্ক্রিপ্টেড। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও নিশানা করলেন অর্জুন সিংহ(Arjun Singh)।
পার্থ-অর্জুন সংঘাত?
তৃণমূলের প্রার্থীতালিকায় নেই তাঁর নাম। ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী করেছে বিধায়ক ও মন্ত্রী পার্থ ভৌমিককে। তারপর থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ। ইতিমধ্যেই তাঁর অফিস থেকে সরেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এদিন ফের বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। পার্থ ভৌমিককে এবার সরাসরি নিশানা অর্জুনের। এদিন তিনি বলেন, "ছোটবেলা থেকে কখনও বিনা টিকিটে ট্রেনে উঠিনি। পার্থ ভৌমিক কখনও কারও ভাল করেননি। মোদিকে দেখে এই সিন্ডিকেটের বিরুদ্ধে মানুষ ভোট দেবে। ব্যারাকপুরে আগেরবারের থেকে বেশি ভোটে জিতব। এমনই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছেন। ভোটের রাজনীতি করছেন।''
প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই আক্ষেপের সুর শোনা যায় অর্জুনের গলায়। গতকাল অর্জুন বলেন, “দেড়বছর নষ্ট হয়ে গেল। দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তৃণমূলের কাছে আমি অবাঞ্ছিত। আমাকে বেইজ্জত করা হল। না হলে আমাকে এমন করে ছুড়ে ফেলা হত না। ব্যারাকপুরের সাংসদের দাবি, ফিরহাদ হাকিম ফোন করে ললিপপ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদিজি বলেছিলেন, কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়।'' দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি, তৃণমূল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন অর্জুন সিংহ। আর এবার সরাসরি পার্থ ভৌমিকের বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন বলে স্পষ্ট করলেন অর্জুন।
এদিকে অর্জুন সিংয়ের বিজেপিতে প্রত্যাবর্তন-জল্পনার মধ্যেই এবার পোস্টার পড়ল ব্যারাকপুরে। গতকাল দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অর্জুন। ইঙ্গিত দিয়েছিলেন পদ্ম-শিবিরে যাওয়ার। এরপরই আজ সকালে ব্য়ারাকপুর স্টেশন চত্বরে পড়ল পোস্টার। তাতে লেখা, বিজেপিতে দলবদলুর স্থান নেই। গেরুয়া শিবিরের কটাক্ষ, তৃণমূল অর্জুন-আতঙ্কে ভুগছে, তাই বিজেপির নাম করে পোস্টার দিয়েছে। তৃণমূলের ভয়ের কিছু নেই, পাল্টা দাবি শাসকদলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Daspur Fire: ধূপের কারখানায় বিধ্বংসী আগুন, কাজ হারিয়ে মাথায় হাত কর্মীদের