Madan Mitra: 'নন্দকুমার করতে গেলে রাস্তায় টপকে যাবেন', সরাসরি সিপিএম-বিজেপিকে হুমকি মদনের
Belgharia: বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের
কলকাতা: বেলঘরিয়ায় মদন মিত্রর মুখে নন্দকুমার-প্রসঙ্গ। নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গে বিজেপি-সিপিএমকে হুঁশিয়ারি মদনের। ‘বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন। আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানা-খন্দ-বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন’। বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জয়ী হয়েছে। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছে বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। এদিনের আগে বাকি ১১টি আসনে নির্বাচন হয়। তৃণমূলকে রুখতেই এই জোট, দাবি বাম-বিজেপির। বামেরা যে বিজেপির সঙ্গেই আছে তা আরও একবার প্রমাণ হল, খোঁটা দিয়ে বলেন কুণাল ঘোষ।
নন্দকুমারে বাম ও বিজেপি সমর্থিতদের সমঝোতায় শূন্য হয়ে গেছে তৃণমূল। এবার সেই প্রসঙ্গ টেনে দুই বিরোধী দলের উদ্দেশে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি সরাসরি বলেন, কখন কোথায় টপকে যাবেন, নিজেদেরই বুঝতে অসুবিধা হবে। সিপিএম অবশ্য এই মন্তব্যে কোনও গুরুত্বই দিচ্ছে না।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের : এর আগে পুজো উদ্বোধনে গিয়ে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করে নন্দকুমার থানা। তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তোলে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, আইন আইনের পথে চলবে।
এক আইনজীবীর অভিযোগের ভিত্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের মামলা রুজু করল পুলিশ। কাঁথি থানার পর এবার তাঁর বিরুদ্ধে FIR দায়ের হল পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায়। গত ২০ অক্টোবর আসানসোল এবং ২৪ অক্টোবর নন্দকুমারে দুটি কালীপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর দুটি জায়গাতেই বক্তব্য রাখেন বিরোধী দলনেতা। এই প্রেক্ষাপটে কাঁথির বাসিন্দা, পেশায় আইনজীবী আবু সোহেলের অভিযোগ, দুটি অনুষ্ঠানেই বিদ্বেষমূলক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায়কে উল্লেখ করে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নন্দকুমার থানার ওসি, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও তমলুকের SDPO-কে ইমেলে আবেদন জানান এই আইনজীবী। ২৮ অক্টোবর এই অভিযোগ পেয়ে, তার পরদিনই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে নন্দকুমার থানা।
এর আগে প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় নাম জড়ায় শুভেন্দু অধিকারীর। কাঁথি থানায় অভিযোগও দায়ের হয়। দুর্নীতি সংক্রান্ত মামলা, সারদার ফাইল লোপাটের অভিযোগ, তৃণমূল কর্মীর ওপর হামলা-সহ একাধিক ঘটনায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে চলতি মাসেই একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই প্রেক্ষাপটে বিরোধী দলনেতার বিরুদ্ধে ফের জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। নন্দকুমার থানার দায়ের করা FIR’র ভিত্তিতে পুলিশ কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।