Durga Puja 2023: মা দুর্গার পাশে পূজারির বেশে মদন মিত্র ! নিজের প্রতিকৃতি অবাক TMC বিধায়ক
Madan in Howrah Puja: হাওড়ার লিলুয়ায় জমিদার বাড়ির আদলে তৈরি পুজোয়, রাজার বেশে ঘোড়ার গাড়িতে চড়ে পুজো মন্ডপে এলেন মদন মিত্র।
ভাস্কর ঘোষ, হাওড়া: লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইয়ুথ'-র ৩৩তম দুর্গাপুজোর এ বছরের থিম 'ও লাভলি'। স্বাভাবিকভাবেই এই পুজোর শুভ উদ্বোধনে এলেন মদন মিত্র। একেবারে রাজার বেশে ঘোড়ার গাড়িতে চড়ে, সদলবলে লিলুয়ার পুজো মন্ডপে আগমন মদন মিত্রের (Madan Mitra)। যা দেখতে এদিন রাস্তার দু'ধারে ভিড় জমায় সাধারণ মানুষ। (Durga Puja 2023)
রাজার বেশে ঘোড়ার গাড়িতে চড়ে পুজো মন্ডপে এলেন মদন মিত্র
হাওড়ার লিলুয়ায় জমিদার বাড়ির আদলে তৈরি পুজো মন্ডপের দ্বার উদঘাটন করেন মদন মিত্র। প্রতিমার পাশাপাশি মদন মিত্রের পুজোর ভঙ্গিতে বসে থাকা মডেল এখানে দেখা যায়। মা দুর্গার মূর্তির পদতলে পূজারির বেশে বসে থাকা নিজের প্রতিকৃতি দেখে বেশ কিছুক্ষন অপলক চেয়ে রইলেন বিস্মিত মদন স্বয়ং।এক কথায় বলা যায়, 'ভবানীপুরে নিজের বাড়ি লিলুয়াতে জমিদারি' অর্থাৎ লিলুয়ার এই পুজো সম্পূর্ণ মদন মিত্রকে ঘিরেই। পাশাপাশি এই পুজোর উদ্বোধনে এসেও সিবিআই ও ইডি-কে নিজের গলার হার উত্তরীয় সঙ্গে তুলনা করে কটাক্ষ করতে ছাড়লেন না কামারহাটির বর্তমান বিধায়ক।
তোমার তো লাভলি ব্র্যান্ড হয়ে গেছে : মমতা বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় এবার ও লাভলি! কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধনের মধ্যেই কালারফুল বয় মদন মিত্রের খোঁজ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ও যা বলতে চায়, ওকে বলতে দাও। ও তো লাভলি বলবে। তোমার তো লাভলি ব্র্যান্ড হয়ে গেছে। পুজোর কদিন কালারফুল ও কেয়ারফুল থাকবে। দমদম, কামারহাটি চত্বরে সবাইকে দেখে রাখতেও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, '..জড়িয়ে যাবেন ফিরহাদ', রেশন দুর্নীতিকাণ্ডে কেন বললেন শুভেন্দু ?
গানে স্লোগানে মদন মিত্র
প্রসঙ্গত, গতবছর দুর্গা পুজোতেও অন্যভাবে ধরা দিয়েছিলেন মদন মিত্র।পুজোয় প্রথম থিম সং গেয়েছিলেন তিনি।বালিগঞ্জের এক ক্লাবের উদ্বোধনের থিম সঙে সুরে-ছন্দে পা-ও মিলিয়েছিলেন মদন মিত্র। থিম সং-এ প্রথমবার হলেও, গান গাওয়াটা তারও আগে শুরু করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। একুশের ভোটের আগের থেকে একাধিকবার স্লোগানে-গানে গলা মেলানোর পাশাপাশি, নিজের অ্য়ালবাম বার করেছিলেন তিনি। কখনও রোমান্টির মুডে, ও লাভলি থেকে পাশাপাশি তরিতারকারিও তার গানের লিকে বাদ যায়নি। তবে সব গানেরই নির্যাস, মূলত বিরোধীদের নিশানা করতেই অ্যালবাম। সেই গানে মেতে উঠতে দেখা যায় মদনকে তো বটেই, পাশাপাশি টলিউডের সেলেবদেরকেও। যদিও শুধুই তৃণমূল নয়, বাম-বিজেপিও সেবার গানে স্লোগানে অংশ নিয়েছিল।