Madhyamgram Blast: গভীর রাতে মধ্যমগ্রামে বিরাট বিস্ফোরণ! ভাঙল হাইস্কুলের নোটিস বোর্ডের কাচ, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা, মৃত ১
পুলিশের তরফে বলা হয়েছে, যুবকের ব্যাগে একটি ডিভাইস, একটি চার্জার ও তার ছিল, খবর পুলিশ সূত্রে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গভীর রাতে মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে রহস্যজনক বিস্ফোরণ। বারাসাত মেডিক্যাল কলেজে মৃত্যু বিস্ফোরণে গুরুতর জখম যুবকের। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, বিস্ফোরণস্থলে এনআইএ। মৃত যুবকের নাম সচ্চিদানন্দ মিশ্র, বাড়ি উত্তরপ্রদেশের বাস্তিতে। হরিয়ানায় একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেন বছর পঁচিশের যুবক।
পুলিশের তরফে বলা হয়েছে, যুবকের ব্যাগে একটি ডিভাইস, একটি চার্জার ও তার ছিল, খবর পুলিশ সূত্রে। কী থেকে বিস্ফোরণ, কেন যুবক ওই সব জিনিস নিয়ে ঘুরছিলেন? তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পরিবার দাবি করে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন না সচ্চিদানন্দ। তাঁর ব্যাগে একটি ডিভাইস, একটি চার্জার ও তার ছিল। কীভাবে বিস্ফোরণ, কেন ওই যুবক ওই সমস্ত জিনিস নিয়ে ঘুরছিলেন, ব্যাগের ভিতরে বিস্ফোরক ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গেছে NIA।
অন্যদিকে, মধ্যমগ্রাম হাইস্কুলের সামনে, মধ্যমগ্রাম উড়ালপুলের নীচে এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকায় যান খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ এবং মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। বিস্ফোরণের ঘটনায় নাশকতা-যোগ উড়িয়ে দেননি মন্ত্রী।






















