(Source: ECI/ABP News/ABP Majha)
Madhyamik Results 2023 : মাধ্যমিকের প্রথম দশে ১১৮ জন, কোন জেলার কত জন ?
মাধ্যমিকে (Madhyamik Results 2023) এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী।
কলকাতা : মাধ্যমিকের (Madhyamik 2023) মেধা তালিকায় জেলার পড়ুয়াদের দাপট। প্রথম দশে স্থান করে নিয়েছেন ১১৮ জন। মোট ১৬ জেলা থেকে ছাত্র-ছাত্রীরা জায়গা করে নিয়েছেন প্রথম দশে। সবথেকে বেশি পূর্ব বর্ধমান থেকে নজরকাড়া ১৭ জন জায়গা করে নিয়েছেন যে তালিকায়। মাধ্যমিকে এবারের প্রথম দেবদত্তা মাঝিও (৬৯৭) পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে। মালদা থেকে যে তালিকায় রয়েছেন ২১ জন। চমকপ্রদভাবে যে তালিকায় নেই কলকাতা।
মাধ্যমিকে (Madhyamik Results 2023) এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মাধ্যমিকের মেধা তালিকায় মালদার ২১ জন, পূর্ব বর্ধমানে ১৭ জনের পাশাপাশি বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন রয়েছে প্রথম দশে। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন রয়েছেন তালিকায়। ৯ জন রয়েছে উত্তর ২৪ পরগনা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকেও তালিকায় রয়েছে ৯ জন। পুরুলিয়া থেকে যে তালিকায় রয়েছে ৬ জন। ৫ জন হুগলি থেকে রয়েছেন তালিকায়। হাওড়া ও কোচবিহার থেকে যথাক্রমে ৪ জন ও ৩ জন স্থান করে নিয়েছে মেধা তালিকায়। বীরভূম থেকে ২ জন স্থান করেছে তালিকায়। পাশাপাশি নদিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন করে রয়েছে মেধা তালিকায়।
আরও পড়ুন- মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭
জেলাওয়াড়ি বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা (Kolkata)। পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। এবারে মাধ্যমিকের প্রথম দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যদীপ মল্লিক, অর্ক মণ্ডল, সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, অর্ঘ্যদীপ সাহা ও সরাজ পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই, তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, সুপ্রভ আদক। প্রাপ্ত নম্বর ৬৮৯।
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
।
Education Loan Information:
Calculate Education Loan EMI