Madhyapradesh News: প্রেমিকের সাহায্যে প্যারালাইজড স্বামীকে শ্বাসরোধ করে খুন! 'প্রেমের পথে কাঁটা সরাল' স্ত্রী
অভিযোগ, স্ত্রী , তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেন। শুধু তাই নয়, সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য স্বামীর অস্বাভাবিক মৃত্যুর গল্পও ফাঁদেন ।

নয়া দিল্লি: বিয়ের সময় থেকেই প্রায়শই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন স্বামী। শেষমেষ বিয়ের ১৩ বছর পর সেই স্ত্রীর হাতেই খুন হয়ে গেলেন পক্ষাঘাতগ্রস্থ স্বামী। অভিযোগ তেমনটাই। মহারাষ্ট্রের নাগপুরে শ্বাসরোধ কর খুন করা হয় চন্দ্রসেন রামটেককে। তিনি গত ২ বছর ধরে পক্ষাঘাতের ফলে বিছানায় শয্যাশায়ী। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে সামনে এল এক ভয়ঙ্কর তথ্য। অভিযোগ, স্ত্রী , তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেন। শুধু তাই নয়, সন্দেহের ঊর্ধ্বে থাকার জন্য স্বামীর অস্বাভাবিক মৃত্যুর গল্পও ফাঁদেন।
দিশার পরিবারে কে কে আছে?
পুলিশ সূত্রে খবর, দিশা রামটেকে নামক বছর তিরিশের তরুণীর বিরুদ্ধে তাঁর স্বামীকে খুন করের অভিযোগ উঠেছে। স্বামী চন্দ্রসেন রামটেকের সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয়েছিল তাঁর । দম্পতির দুটি মেয়ে এবং ছয় বছরের একটি ছেলেও রয়েছে। প্রায় দুই বছর আগে, স্বামী পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। সংসার চালানোর জন্য জলের ক্যান বিক্রি করতেন স্ত্রী।
দিশার প্রেমিক কে?
পুলিশ সূত্রে দাবি, স্বামী প্রায়শই স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন। এর ফলে তাঁদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। প্রায় দুই মাস আগে দিশার সঙ্গে আলাপ হয় মেকানিক আসিফ ইসলাম আনসারী ওরফে রাজাবাবু টায়ারওয়ালার। শীঘ্রই তাঁদের সম্পর্ক তৈরি হয়। পুলিশের দাবি,চন্দ্রসেন রামটেকে দিশা এবং আসিফের সম্পর্কের কথা জেনে ফেলে। তার পরই তাঁরা পথের কাঁটা সরাতে উদ্যত হয়। ৩৮ বছর বয়সী চন্দ্রসেন রামটেককে হত্যা করার পরিকল্পনা করে ফেলে তারা।
কীভাবে মারা হয় চন্দ্রসেনকে?
পুলিশের দাবি, শুক্রবার দুপুরে যখন চন্দ্রসেন বাড়িতে ঘুমাচ্ছিলেন, তখন দিশা আসিফকে ডেকে পাঠান। দিশা একদিকে তার স্বামীকে চেপে ধরেন, আর আসিফ শয্যাসায়ী চন্দ্রসেনের মুখে বালিশ চেপে ধরে। শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। কয়েক ঘন্টা পরে, চন্দ্রসেনকে তাঁর বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে বলে সকলকে জানানো হয়। দিশা প্রথমে মৃত্যুটিকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষঅটা করে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়ে যায়, এই মৃত্যু স্বাভাবিক নয়, খন ! সূত্রের খবর, পরে, পুলিশ জিজ্ঞাসাবাদ করলে দিশা সব কথা স্বীকার করে নেয়।






















