Kumbha Accident: তীব্র গতিতে ছিল পুণ্যার্থীদের গাড়ি, সজোরে ধাক্কা লরির, কুম্ভ যাওয়ার পথেই মর্মান্তিক মৃত্যু বাঁকুড়ার ২ পরিবারের
Maha Kumbha Accident:জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দুটি পরিবারের ৮ জন একটি জায়লো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন।

কৌশিক গাঁতাইত, বর্ধমান: কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এই ঘটনায় দুটি পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দুটি পরিবারের ৮ জন একটি জায়লো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে রাত সাড়ে বারোটা নাগাদ কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়।
গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে। তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫), শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়,, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখোপাধ্যায় (২৭), শৈলেন বাবুর স্ত্রী, রূম্পা ব্যানার্জি এবং শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী। এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক।
পুলিশ মৃতদেহগুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।
আরও পড়ুন, বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিতে ভাসতে চলেছে এই জেলাগুলি! শিলাবৃষ্টির চরম আশঙ্কা! আজ থেকেই দুর্যোগ?
দু'দিন আগেই কুম্ভ থেকে ফেরার পথে ফের মৃ্ত্যু হয়েছে বাঙালী পুণ্যার্থীর। বিহারের গোপালগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুর ডালখোলার এক বাসিন্দার। গুরুতর আহত হয়েছেব ২৫ জন পুণ্যার্থীর দলের বাকিরা। কলকাতার আরজি করে ভর্তি আরও এক পুণ্যার্থী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















