(Source: ECI/ABP News/ABP Majha)
Maharashtra Political Crisis : 'হোটেলে ৩০ জুন পর্যন্ত কোনও ঘর খালি নেই', মহারাষ্ট্রকাণ্ডে BJP কে মহুয়ার কটাক্ষ
Mahua Moitra Targets BJP : 'বিজেপিকে ঘর এবং বিধায়ক দুই-ই এর জন্যই দাম ঠিক করতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে।' 'ট্যুইট মহুয়ার
কলকাতা : মহারাষ্ট্রে জট কাটছেই না ( Maharashtra Political Crisis )। হাল ছাড়ছেন না উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রে উদ্ধব সরকারের (chief minister Uddhav Thackeray ) সঙ্কট গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টে। বিধায়ক পদ খারিজের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ শিণ্ডে শিবির। মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার পুর ও নগরোন্নয়নমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ ১৬ জন বিদ্রোহীকে তাঁদের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠিয়েছেন। সোমবারের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে। এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছে শিণ্ডে শিবির।
মহুয়ার কটাক্ষ ( Mahua Moitra )
এই পরিস্থিতিতে বিজেপিকে কটাক্ষ করে ট্যুইটে লিখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখলেন, '' গুয়াহাটির হোটেল র্যাডিসন ব্লু হোটেলের তরফে বলা হচ্ছে '৩০ জুন পর্যন্ত কোনও ঘর খালি নেই। অতিথিদের আমরা তারিখ বদলাতে কিংবা অন্য দামের ঘর যখন খালি হবে বেছে নিতে বলছি। ' বিজেপিকে ঘর এবং বিধায়ক দুই-ই এর জন্যই দাম ঠিক করতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে।'' মহারাষ্ট্রকাণ্ডের প্রেক্ষিতে ট্যুইট করে কটাক্ষ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।
Guwahati Hotel Radisson Blu says
— Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022
"no available rooms. We recommend changing dates or selecting a different rate type when available," till June 30.
Gives BJP ample time to select rate types both for rooms & MLAs.
রাজ ঠাকরের সঙ্গে একনাথ শিণ্ডের কথা (Shinde speaks to Raj Thackeray)
অন্যদিকে জল্পনা উসকে রাজ ঠাকরের সঙ্গে কথা বললেন বিদ্রোহী বিধায়কদের নেতা একনাথ শিণ্ডে। সূত্রের খবর, গতকাল দু’জনের মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছে। যদিও শিণ্ডে শিবিরের দাবি, রাজনৈতিক আলোচনা নয়, অস্ত্রোপচার হওয়ায় পর রাজ ঠাকরের স্বাস্থ্য নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। খবর সূত্রের।