Maheshtala News: কালীপুজোর দিন রাস্তায় পুলিশের বাইক রাখার প্রতিবাদ ! 'বেদম মারে হাড় ভাঙল প্রতিবাদীর '
Maheshtala Police Hit Protester : রাস্তায় পুলিশের বাইক রাখার প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।মারধরের ফলে চার জায়গায় ভেঙেছে হাড় !
জয়ন্ত রায় , ব্রতদীপ ভট্টাচার্য, মহেশতলা : ৮ নভেম্বর। শহর থমকে গিয়েছিল একটি ছবি দেখে। সিভিক ভলান্টিয়ারের অমানবিক অভব্য মানসিকতা দেখে উঠেছিল সমালোচনার ঝড় ! এক্সাইড মোড়ে ছিনতাইবাজ সন্দেহে এক যুবককে বুট দিয়ে চেপে বুকে লাথি মারার অভিযোগ ওঠে সাউথ ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ভাইরাল হয় ঘটনার ভিডিও। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন পুলিশ কমিশনার।
আমেরিকার মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা মনে করিয়ে দেয় এক্সাইড মোড়ের ঘটনা। ওই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই ঘটনার রেশ মেলাতে না মেলাতেই ফের পুলিশের অমানবিকতার ছবি।
আরও পড়ুন :
Birbhum Police beaten: ধূমপানের প্রতিবাদ, নেশাগ্রস্ত যুবকের হাতে আক্রান্ত পুলিশ কর্মী
ফের অমানবিক পুলিশ। এবার কাঠগড়ায় মহেশতলা থানা। কালীপুজোর দিন রাস্তায় বাইক রাখার প্রতিবাদ করায় পুলিশের সঙ্গে বচসা। তার জেরে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় তৃণমূল নেতার ভাইকে মারধরের অভিযোগ উঠল এসআইয়ের বিরুদ্ধে। কবজি, পাঁজর-সহ চার জায়গায় ভেঙেছে হাড়, দাবি আক্রান্তের পরিবারের।
ঘটনার সূত্রপাত কালীপুজোর দিন। আক্রান্তের পরিবারের দাবি, রাস্তা আটকে দাঁড় করানো ছিল মহেশতলা থানার এসআই আবুল মারজানের বাইক। এর প্রতিবাদ করেন মহেশতলা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই সুমন্ত। অভিযোগ, তার জেরে এসআই সুমন্তকে চড় মারেন। এরপর দু’ পক্ষের হাতাহাতি শুরু হলে, প্রতিবাদীকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, সরকারি কাজে বাধা, উর্দিধারী পুলিশকে নিগ্রহের অভিযোগ-সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলেও আক্রান্তের শারীরিক অবস্থা বিচার করে তাঁকে জামিন দেয় আলিপুর আদালত। বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূল নেতার ভাই। আজ তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এই ঘটনায় অভিযুক্ত এসআই ও আইসি-র অপসারণের দাবিতে এদিন মহেশতলা থানার সামনে স্থানীয় তৃণমূল বিধায়ক দুলাল দাসের নেতৃত্বে প্রতিবাদ সভা হয়।