Malda: ফের মালদায় উদ্ধার অস্ত্র-গুলি, গ্রেফতার অস্ত্র কারবারী
Arms Recovery:উদ্ধার হয় ২টি সেভেন এম এম ও একটি নাইন এম এম পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ
করুণাময় সিংহ, মালদা: পরপর ২ দিন মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকা থেকে রাকিমুল শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ২টি সেভেন এম এম ও একটি নাইন এম এম পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকে। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।এর আগে শুক্রবার রাতে বৈষ্ণবনগরের বাখরাবাদ থেকে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পঞ্চায়েত ভোটের আগে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের।
শুক্রবারের পর শনিবারও মালদার বৈষ্ণবনগরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয়েছে এক অস্ত্র কারবারিকে। অস্ত্রগুলি কোথায়, কার কাছে পাচারের ছক ছিল, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ চরমে উঠেছে। ঞ্চায়েত ভোটের আগে কার্যত বোমা-বারুদের স্তূপে বাংলা। ২৪ ঘণ্টার ব্যবধানে মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে, রীতিমতো ফাঁদ পেতে এক অস্ত্র কারবারিকে পাকড়াও করল বৈষ্ণবনগর থানার পুলিশ। শনিবার রাতে, বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহজনকভাবে একজনকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩টি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ। ধৃত রাকিমুল শেখের বাড়ি মালদারই কালিয়াচকে। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। কোথায়, কার কাছে পাচার করা হচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার, বৈষ্ণবনগরেরই বাখরাবাদে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সুধাংশু মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। পরপর ২দিন অস্ত্র উদ্ধারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
এর আগেও একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, নলহাটি, মল্লারপুর, খয়রাশোল, সোনারপুর, সাঁইথিয়া। জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? সেই সংশয় তৈরি হচ্ছে অনেকের মধ্যে।
আরও পড়ুন: দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে কলকাতায় তলব সিবিআই-এর