Malda Firing: শূন্যে পর পর গুলি, ভলিবল টুর্নামেন্টের শুরুতেই তোলপাড়, কোথা থেকে এল এই বন্দুক?
থেকে একের পর এক গুলি ছুড়ে শুরু হল ভলিবল টুর্নামেন্টের সূচনা। আর এই ঘটনাকে ঘিরেই এবার তোলপাড় শুরু হয়েছে মালদা জেলায়। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও।

করুণাময় সিংহ, মালদা: চারপাশে ভিড় করে আছেন অসংখ্য সাধারণ মানুষ। তার মধ্যেই ওপরের দিকে দোনলা বন্দুক তাক করেছেন চার জন। থেকে একের পর এক গুলি ছুড়ে শুরু হল ভলিবল টুর্নামেন্টের সূচনা। আর এই ঘটনাকে ঘিরেই এবার তোলপাড় শুরু হয়েছে মালদা জেলায়। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ভিডিওয় চারজন ব্যক্তিকে ডাবল ব্যারেল বন্দুক থেকে পাঁচবার গুলি ছুড়তে দেখা গেছে। পুলিশ সূত্রে খবর, মানিকচকের নুরপুর হাই স্কুলের মাঠে গতকাল একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে শূন্যে গুলি ছুড়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পুলিশ সূত্রে খবর, ভলিবল টুর্নামেন্টের আয়োজক স্থানীয় টিপটপ ক্লাব। ঘটনাকে ঘিরে হইচই শুরু হতেই বেপাত্তা আয়োজকরা। পুলিশ সূত্রে খবর, চারটি বন্দুকই বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সম্প্রতি মালদায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন জেলা তৃণমূলের সহ সভাপতি। কালিয়াচকে নৃশংসভাবে খুন হয়েছেন তৃণমূল কর্মী। তারপরেও জেলায় ভলিবল টুর্নামেন্টে উঠে এল বন্দুকবাজদের ছবি।
আরও পড়ুন, 'চিৎকার করছে কাঁদছিল জেহ, এরপর দেখি... ' পুলিশের কাছে বয়ানে বিস্ফোরক দাবি সেফের
শূন্যে গুলি ছুড়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা। মালদার নুরপুরের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করল পুলিশ। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, যে চারটি ডাবল ব্যারেল বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল, তার প্রত্যেকটির লাইসেন্স রয়েছে। বন্দুকের লাইসেন্স হোল্ডার মনসুর আহমেদ খান, মহম্মদ আমিনুর রহমান খান, আলকামা খান চৌধুরী এবং মহম্মদ বখতওয়ার খানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এরা প্রত্যেকেই নুরপুরের পাঠানপাড়ার বাসিন্দা। পুলিশের বিবৃতিতে দাবি, ভলিবল টুর্নামেন্টের সূচনায় শূন্যে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে। বন্দুক লাইসেন্সপ্রাপ্ত হলেও, এই ঘটনায় যেভাবে তা ব্যবহার করা হয়েছে, তা আইনবিরুদ্ধ বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















