Malda News: বিধ্বংসী আকার ধারণ করল গঙ্গা, ব্যাপক ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল এলাকা!
Malda Ganga Erosion: গত একমাস ধরে এই এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে।
![Malda News: বিধ্বংসী আকার ধারণ করল গঙ্গা, ব্যাপক ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল এলাকা! Malda news Ganges took a devastating shape area was submerged in the river due to extensive erosion Malda News: বিধ্বংসী আকার ধারণ করল গঙ্গা, ব্যাপক ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল এলাকা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/19/acf85a22a61f9e9bb26f86c6214ae1421729347955013223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙন। জল কমতেই বিধ্বংসী আকার ধারণ করেছে গঙ্গা। শুক্রবার থেকে ব্যাপক ভাঙন শুরু হয়েছে এই এলাকায়। মুহূর্তের মধ্যে গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে গাছ, চাষের জমি। আতঙ্কে এলাকা থেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন স্থানীয়রা। গত একমাস ধরে এই এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের।
এদিকে, মালদার ভুতনিতে শুভেন্দুকে দেখেই 'কালো পতাকা' দেখাল এলাকাবাসী। গঙ্গার ভাঙন কবলিত এলাকায় যেতেই বিক্ষোভ শুরু হয়। তৃণমূলের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর অভিযোগও ওঠে। ত্রাণ নিয়ে নাটক, গ্রামবাসীদের বিক্ষোভ, দাবি তৃণমূলের।
বন্যা দুর্গতদের সাহায্যয়ের পাশে দাঁড়াতে মালদার মানিকচকের ভূতনি এলাকায় যান বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। শনিবার, বন্য়া দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। আর্থিক সাহায্য প্রদান করেন স্বজনহারাদের। এই প্রেক্ষিতেই ভাঙন রোধে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন বিরোধী দলনেতা। অন্যদিকে ত্রান বিলি করার আগে ভূতনি ব্রিজে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'তৃণমূল যদি উদ্যোগ না নেয় তাহলে সমস্ত রাজনৈতিক দলের নেতারা দিল্লিতে দরবার করব। ২০ হাজার মানুষ আমাকে স্বাগত জানিয়েছে। আর কয়েকজন ভাতার জন্য এসব করেছে'।
যদিও মানিকচকের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, 'বন্যা দুর্গতরা কয়েকজন করেছে। তৃণমূল নেই এর মধ্যে। ভূতনির মানুষকে অপমান করেছে তিনি। উনি কেন উদ্যোগ নিয়ে ভাঙন রোধের কাজ করছেন না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)