Malda News: সায় নেই পরিবারের, নিজেরাই পরিণতি দিলেন সম্পর্ককে, মালদায় মন্দিরে বিয়ে সারলেন দুই তরুণী
Same Sex Marriage: ডিক্যাল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে, বুধবার গভীর রাতে বিয়ে সেরেছেন পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস।
![Malda News: সায় নেই পরিবারের, নিজেরাই পরিণতি দিলেন সম্পর্ককে, মালদায় মন্দিরে বিয়ে সারলেন দুই তরুণী Malda Same Sex couple get married to each other saying families did not approve Malda News: সায় নেই পরিবারের, নিজেরাই পরিণতি দিলেন সম্পর্ককে, মালদায় মন্দিরে বিয়ে সারলেন দুই তরুণী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/edfac5814979461a1c7b92897e9a96971706169721880338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, ইংরেজবাজার: সমকামী সম্পর্ক অপরাধমুক্ত হলেও, সমকামী বিবাহ আজও আইনস্বীকৃত নয়। কিন্তু মনের সম্পর্ক সিলমোহরের অপেক্ষা থোড়াই করে! সেই মতোই মালদায় দুই প্রাপ্তবয়স্ক তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। মন্দিরে গিয়ে বিবাহ সেরেছেন তাঁরা। গলায় মালা পরে, সিঁদুরদানের মাধ্যমেই মনের সম্পর্ককে পরিণয়সূত্রে বেঁধে নিয়েছেন। তাঁদের বিয়ে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। এলাকায় এখন মুখে মুখে ফিরছে দুই নারীর বিবাহের আখ্যান।
মালদার ইংরেজবাজারের ঘটনা। সেখানে মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে, বুধবার গভীর রাতে বিয়ে সেরেছেন পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস। তাঁরা দু'জনই প্রাপ্তবয়স্ক। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। সেই সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধতে মন্দিরে হাজির হন তাঁরা। সেখানে মাল্যদান, সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সারেন। তাঁদের এই বিয়ের সাক্ষী হতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। তবে দুই তরুণীর বাড়ির লোকজনের এই বিয়েতে সায় নেই বলে জানা গিয়েছে।
পপি বামনগোলা থানার অন্তর্গত নালাগোলার বাসিন্দা। প্রতিমার বাড়ি কালিয়াচক থানা এলাকায়। তাঁরা জানিয়েছেন, ফোনে কথা এবং মেসেজ আদানপ্রদানের মাধ্যমে প্রথম বন্ধুত্ব গড়ে ওঠে তাঁদের মধ্যে। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্ক হয়ে ওঠে। দীর্ঘদিন ধরেই এই সম্পর্কে ছিলেন তাঁরা। পরস্পরকে ভালবাসেন, তাই বিবাহবন্ধনে আবদ্ধ হতেও ইচ্ছুক ছিলেন। কিন্তু এ ব্যাপারে পরিবারের সদস্যদের সমর্থন পাননি। তাই পারস্পরিক সম্মতিতে নিজেদের সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: Rahul Gandhi: বাংলায় প্রবেশ করেই যাত্রায় কাটছাঁট, আচমকা দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল
নবদম্পতি জানিয়েছেন, বাড়ির লোকের থেকে সমর্থন না পেয়েই বাড়ি থেকে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। সমাজের নিন্দা, সমালোচনাকে ভয় পান না তাঁরা। তাঁদের ভালবাসার জয় হয়েছে বলে জানিয়েছেন পপি এবং প্রতিমা। যদিও এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার এলাকায়। ওই দুই তরুণীকে নিয়ে আলোচনা সর্বত্র। তাঁদের সম্পর্ক নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। ওই দুই তরুণীর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি বিষয়টি নিয়ে।
বিশ্বের একাধিক দেশে সমকামী বিবাহের সামাজিক এবং আইনি স্বীকৃতি রয়েছে। ভারতে সমকামী সম্পর্ক অপরাধমুক্ত হয়েছে অনেক আগেই। দুই সমকামী ব্যক্তির একসঙ্গে বসবাস করাতেও কোনও বিধিনিষেধ নেই। তাঁরা চাইলে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতেই পারেন, তবে আইন অনুযায়ী, সেই বিয়ে নথিভুক্ত করানো যায় না। অতি সম্প্রতি সমকামী যুগলদের আরও একাধিক সুবিধা প্রদান করেছে সুপ্রিম কোর্ট, যার মধ্যে রয়েছে, রেশন কার্ড, পেনশন, গ্র্যাচুইটি এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়। সমকামী যুগলদের বিয়ের বিষয়টি কেন্দ্রের উপরই ছেড়েছে সুপ্রিম কোর্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)