Malda News: মাদক খাইয়ে অত্যাচার স্বামীকে, খুনের চেষ্টা! মালদায় পুলিশের হাতে আটক নববধূ
Domestic Violence: এই ঘটনার পিছনে বিবাহ বহির্হভূত সম্পর্কের টানাপোড়েনও থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
![Malda News: মাদক খাইয়ে অত্যাচার স্বামীকে, খুনের চেষ্টা! মালদায় পুলিশের হাতে আটক নববধূ Malda Woman detained by police for allegedly trying to kill husband and toruturing him Malda News: মাদক খাইয়ে অত্যাচার স্বামীকে, খুনের চেষ্টা! মালদায় পুলিশের হাতে আটক নববধূ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/07/7ed4d5ad77ceb875e1068321a6e0a4e1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: বিয়ে হয়েছে মাত্র দু'মাস। তার মধ্যেই স্বামীকে খুনের অভিযোগ উঠল নববধূর বিরুদ্ধে। মাদক খাইয়ে, হাত-পা বেঁধে স্বামীর উপর অকথ্য অত্যাচার এবং শেষমেশ তাঁকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে (Domestic Violence)। স্বামীর গোঙানি শুনতে পেয়ে পাড়া-পড়শিরা ছুটে আসেন। তাতেই বিপদ এড়ানো গিয়েছে বলে খবর। এর পর উত্তেজিত জনতা ওই নববধূকে মারধর করেন বলে অভিযোগ। পুলিশ ওই নবধূকে আটক করেছে। স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী (Attempt to Murder)।
মালদায় স্ত্রীর হাতে অত্যাচারিত স্বামী!
পুরাতন মালদা (Malda News) থানার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের রাহুত গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা আয়াতুল শেখের সঙ্গে মাস দুয়েক আগে বিয়ে হয় ইংরেজবাজারের নরহাটটা গ্রামের সাতঘরিয়া গ্রামের বাসিন্দা আসমিরা খাতুনের। ভিন্ রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন আয়াতুল। সম্প্রতি বাড়ি ফেরেন তিনি। তার পরই স্ত্রীর হাতে তিনি নির্যাতনের শিকার হন বলে জানা গিয়েছে। সোমবার রাতে আয়াতুলে গোঙানির শব্দ শুনে দেখতে যান আশেপাশের লোকজন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ভেঙে ঘরে ঢোকেন। তাতেই হাত-পা বাঁধা অবস্থায় আয়াতুলকে পাওয়া যায় বলে অভিযোগ।
চোখের সামনে আয়াতুলকে ওভাবে পড়ে থাকতে দেখে মেজাজ হারান গ্রামের লোকজন। আসমিরাকে ধরে গণপিটুনি দেন তাঁরা। খবর পেয়ে ছুটে আসেন গ্রামের প্রাপ্তন পঞ্চায়েত প্রধান। তাঁর মধ্যস্থতায় সকলকে শান্ত কার সম্ভব হয়। এর পর খবর দেওয়া হয় থানায়। তার পর পুলিশ এসে ওই নববধূকে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার রাতভর উত্তেজনায় কাটে গ্রামবাসীদের।
আরও পড়ুন: Mamata Banerjee : কর্মিসভার মাঝে অসুস্থ এক বাচ্চা, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী
স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আয়াতুল। জানিয়েছেন, এক সপ্তাহ হল বাড়ি ফিরেছেন তিনি। কিন্তু এ যাবৎ চারপাশ সম্পর্কে তেমন হুঁশ ছইল না তাঁর। আয়াতুলের অভিযোগ, বাড়ি ফেরার পর থেকে তাঁর খআবারে মাদকজাতীয় কিছু মিশিয়ে দিতেন আসমিরা। তাতেই সারা ক্ষণ ঝিমিয়ে থাকতেন তিনি। কার্যত ঘুম পাড়িয়ে রাখা হত তাঁকে। এ নিয়ে স্ত্রীকে প্রশ্নও করেছিলেন, কিন্তু সদুত্তর মেলেনি বলে জানিয়েছেন আয়াতুল।
পুলিশকে আয়াতুল জানিয়েছেন, সোমবার রাতে আচমকা নিজের অন্তর্বাস দিয়ে তাঁর মুখ বেঁধে ফেলেন আসমিরা। এর পর হাত-পা বেঁধে ফেলে রাখেন ঘরের এক কোণে। তার পর নিমোবাইল থেকে কাউকে ফোন করে আসমিরা স্বামীকে খুন করার কথা বলতে থাকেন বলে দাবি আয়াতুলের। আয়াতুল জানিয়েছেন, তাঁর মোবাইল ব্যবহার করেই ভিডিও রেকর্ডিং করেন আসমিরা। কিন্তু পাশের ঘর থেকে বাবা-মা তাঁর গোঙানির শব্দ শুনতে পান। তাঁদের চেঁচামেচিতেই আশেপাশের লোকজন ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করেন বলে জানিয়েছেন আয়াতুল। তাঁর কথায়, "পাড়া-প্রতিবেশিরা এসে উদ্ধার না করলে, আমাকে হয়ত খুনই করে ফেলত আসমিরা!"
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি বলে সন্দেহ পুলিশের
মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গুমানি শেখ জানিয়েছেন, ঘটনাটি শুনে হতবাক হয়ে যান তিনি। স্বামী তাঁর স্ত্রীর হাতে নির্যাতনের শিকার, খুনের শিকার হতে যাচ্ছিলেন, বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। খবর দেন পুরাতন মালদা থানার পুলিশকে। গণপিটুনি থেকে উদ্ধার করে তার পর ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন।
পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই মহিলা মানসিক বিকারগ্রস্ত। এর পিছনে বিবাহ বহির্হভূত সম্পর্কের টানাপোড়েনও থাকতে পারে বলে সন্দেহ তাদের। আপাতত ওই মহিলাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)