Malda News: গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, পরীক্ষা দিয়ে ফেরার পথে জখম ৩ মাধ্যমিক পরীক্ষার্থী
ঘটনাটি ঘটেছে হবিপুর থানার বৈদ্যপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল হবিবপুরের ডালনা হাইস্কুলে। পরীক্ষা শেষ হওয়ার পর গাড়িতে করে ফিরছিলেন ১০ জন পরীক্ষার্থী।
![Malda News: গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, পরীক্ষা দিয়ে ফেরার পথে জখম ৩ মাধ্যমিক পরীক্ষার্থী Car accident in head-on collision, 3 secondary examinees injured on the way back Malda News: গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, পরীক্ষা দিয়ে ফেরার পথে জখম ৩ মাধ্যমিক পরীক্ষার্থী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/08/90ee82ea72ddbdf39368aec2336764b8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা: দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে (Car Accident) আহত ৩ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বৈদ্যপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুকুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল হবিবপুরের ডালনা হাইস্কুলে।
পরীক্ষা শেষ হওয়ার পর গাড়িতে করে ফিরছিলেন ১০ জন পরীক্ষার্থী। সেই সময়ে উল্টোদিক থেকে আসা একটি বোলেরোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পড়ুয়া থাকা অন্য গাড়িটির। বোলেরোতেও ছিলেন বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। এই সংঘর্ষের ঘটনায় তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী ও একজন গাড়ি চালক আহত হয়েছেন। তাদের হবিবপুর গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।
উল্লেখ্য, আজই দু'টি বাসের রেষারেষিতে বিপত্তি ঘটে। এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, ঘটনায় ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রত্যেকে চিকিৎসাধীন। ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, অনিয়ন্ত্রিত গতিতে ছুটছিল বাসটি। সেই সময়ে উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই গুরুতর জখম হন যাত্রীরা।
এদিন কৃষ্ণনগর থেকে কালনাঘাট গামী একটি বেসরকারি বাস শান্তিপুরের দিকে আসার সময়ে অপর একটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে দেয়। সেই সময়ে কৃষ্ণনগর অভিমুখে যাওয়া একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বাসে থাকা যাত্রীরা প্রায় প্রত্যেকেই কম-বেশি আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ১০ জনকে। ঘটনার পরে বাসের চালক ও কন্টাক্টর পলাতক। দুর্ঘটনাস্থল থেকে বাস ও লরিটিকে উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। দুর্ঘটনার পর দীর্ঘ সময় জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়।
আরও পড়ুন: BJP: হুমকি পোস্টারের ঘটনায় পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)