(Source: ECI/ABP News/ABP Majha)
Malda Road Accident:গ্যাস ট্যাঙ্কারের পিছনে গাড়ির ধাক্কা, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু মালদায়
District News: মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু মালদায়। এদিন ইংরেজবাজারে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে গাড়ির ধাক্কা লেগে গাড়ির ৩ জন আরোহীরই মৃত্যু হয় বলে খবর।
করুণাময় সিংহ, মালদা:মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু মালদায় (Malda Accident News)। এদিন ইংরেজবাজারে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে গাড়ির ধাক্কা লেগে গাড়ির ৩ জন আরোহীরই মৃত্যু হয় বলে খবর। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই ৩ জন মোথাবাড়ির বাসিন্দা। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ ট্যাঙ্কারটি আটক করলেও চালক পলাতক।
বার বার দুর্ঘটনা...
এই রাজ্যে সড়ক দুর্ঘটনা এখন কার্যত নিত্যদিনের পরিচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় আকছার এই ধরনের মর্মান্তিক পরিণতির কথা শোনা যায়। কিন্তু তার পরও কেন লাগাম পরানো যাচ্ছে না এই ধরনের প্রবণতায়? গত সেপ্টেম্বরে যেমন মালদাতেই আর এক পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। গাজোল থানার শ্যামনগর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, টোটো করে গাজোলে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন চাষিরা। সেই সময় একটি লরি পিছন থেকে ধাক্কা মারে টোটো টিকে। সেটি মালদার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই মারা যান তিন জন। গাজোল হাসপাতালে নিয়ে গেলে মারা যান আরও একজন। গুরুতর জখম আরেক জনকে গাজোল হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজোল থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করে, চালক ফেরার।
শুধু মালদা নয়, মুর্শিদাবাদেও কাছাকাছি সময়ে একই ধরনের ঘটনা ঘটে। বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রের।
গত দুর্গাপুজোর নবমীতেই বিষাদের ছায়া ঘনিয়ে আসে মালদার হবিবপুরে। ঠাকুর দেখে ফেরার পথে পুরাতন মালদার মুচিয়া মহাদেব পাড়ায় মিনিবাসের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। ২৭ বছরের অভিষেক ও ২২ বছরের সুজন হালদার হবিবপুরের বাসিন্দা। নতুন বাইকে চড়ে রাতে মালদা শহরে ঠাকুর দেখতে এসেছিলেন দুই ভাই। নবমীর দিন ভোর ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে, মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ছোট ভাইয়ের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান বড় ভাই। মিনি বাসের চালক পলাতক।
তা ছাড়া কলকাতার বেহালা এলাকায় সৌরনীল সরকারের মৃত্যুর ঘটনা হয়তো এখনও অনেকের মনে থাকবে। দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়ার মৃত্যুতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে। ঘটনার দিন সকাল সাড়ে ৬টা নাগাদ দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল। বেহালা চৌরাস্তার মোড়ে একটি ট্রাক শিশুটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পড়ুয়ার মৃত্যু হয়।
আরও পড়ুন:টিকিট না পাওয়ায় এবার মুখ খুললেন মৌসম !