Malda News: নাম-বিভ্রাট! আসল অপরাধীর বদলে নির্দোষকে গ্রেফতারের অভিযোগ
নাম বিভ্রাটে প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ। কাঠগড়ায় পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামের ঘটনা। সোমবার গোপাল মাহাতো নামে ৬২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ।
করুণাময় সিংহ, মালদা: মালদায় (Malda) নাম বিভ্রাটে প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ। এ নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ধৃতের পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ বিজেপির (BJP)। ভুল হয়ে থাকলে সংশোধন করবে পুলিশ, প্রতিক্রিয়া তৃণমূলের (TMC)।
নাম বিভ্রাটে প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ। কাঠগড়ায় পুরাতন মালদার (Old Malda) ঈশ্বরগঞ্জ গ্রামের (Iswar Village) ঘটনা। সোমবার গোপাল মাহাতো নামে ৬২ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। ধৃতের পরিবারের অভিযোগ, নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তকে না ধরে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আসল অভিযুক্ত দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ধৃতের পরিবার। খতিয়ে দেখার আশ্বাস পুলিশ সুপারের। পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ভুল হয়ে থাকলে সংশোধন করবে পুলিশ, প্রতিক্রিয়া তৃণমূলের।
নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তের বদলে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ। সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ ধৃতের পরিবার। ঘটনা ঘিরে পুরাতন মালদার ঈশ্বরগঞ্জ গ্রামে শোরগোল।
পুলিশ সূত্রে খবর, ২০০৫ সালের একটি সংঘর্ষের ঘটনায় পুরাতন মালদার (Malda) দুর্গাপুর (Durgapur) গ্রামের বাসিন্দা গোপাল মাহাতোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অভিযোগ, আসল গোপাল মাহাতোকে না ধরে গ্রেফতার করা হয় পাশের গ্রাম ঈশ্বরগঞ্জের বাসিন্দা গোপাল মাহাতোকে।
সবমিলিয়ে তুঙ্গে তরজা। আইনের জট কাটিয়ে কবে ফিরবে ঘরের মানুষ? অপেক্ষায় মালদার ঈশ্বরগঞ্জের গোপাল মাহাতোর পরিবার।
নাম এক হওয়ায় প্রকৃত অভিযুক্তকে না ধরে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, দাবি ধৃতের পরিবারের। এ নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
অশোক মাহাতো আরও বিনা অপরাধে জেল খাটছে বৃদ্ধ বাবা। যে আসল অপরাধী গোপাল মাহাতোকে না ধরে, সোমবার রাতে বাবাকে ধরে নিয়ে এসেছে মালদা থানার পুলিশ। পরে আদালতের মাধ্যমে জানতে পারি অন্য গোপাল মাহাতোর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর পুলিশ অন্যায়ভাবে আমার বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে এলো। এখন বাবাকে ছাড়ানোর জন্য প্রশাসনের দুয়ারে ঘুরছি। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। পুলিশের ভূমিকাকে কটাক্ষ বিজেপির।