Bangla Bandh 2024 : পুলিশের সামনেই দলীয় কর্মীদের মার ? কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে পড়লেন বিজেপি সাংসদ !
BJP MP Khagen Murmu : বুলবুলি মোড় থেকে পুরাতন মালদায় যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সাংসদের অভিযোগ, বুলবুলি মোড়ে তাঁকে আটকে দেয় পুলিশ।
করুণাময় সিংহ, মালদা : পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পুরাতন মালদা-নালাগোলা রাজ্য সড়কে বসে পড়লেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বুলবুলি মোড় থেকে পুরাতন মালদায় যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সাংসদের অভিযোগ, বুলবুলি মোড়ে তাঁকে আটকে দেয় পুলিশ।
বিজেপি সাংসদ বলেন, আজ সকাল ৬টা থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল। বাংলা বনধের সমর্থনে মিছিল ছিল বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার। নগর মণ্ডলের সমস্ত কার্যকর্তারা ছিলেন। তাঁদের ওপর হামলা চালানো হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। ছত্রভঙ্গ করেছে সবাইকে। তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে ধর্ষকদের সপক্ষে মিছিল করছিল। তৃণমূল কংগ্রেস পৌরকর্মীদের নিয়ে মিছিল করছেন এখানকার চেয়ারম্যান। পুলিশ এখানে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে। আমাদের জেলা সভাপতির উপরে লাঠিচার্জ হয়েছে। মহিলা মোর্চার উপরে লাঠিচার্জ হয়েছে। এখান থেকে আমাদের যেতে দিচ্ছে না পুলিশ। ওরা বলছে, এখান থেকে আপনারা এগোবেন না। আমরা তাই এখানে বেস পড়েছি।
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ ঘিরে চরম উত্তেজনা ছড়াল মালদায়। বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সামনেই একে অপরের সঙ্গে ধস্তাধস্তি, ঠেলাঠেলিতে জড়ান। ঘটনার জেরে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়।
কী ঘটনা ?
পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকা। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সেই সময় উল্টোদিক থেকে তৃণমূলের একটি মিছিল আসে। তারা বনধের বিরোধিতায় মিছিল করছিল। দুই মিছিল সামনা-সামনি হয়ে যাওয়ায় সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের সামনেই চলে ধাক্কাধাক্কি, একে অপরকে ঠেলাঠেলি করতে শুরু করে দেন। প্রসঙ্গত, পরিস্থিতি মোকাবিলায় সেখানে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ফলে, স্বাভাবিকভাবেই পুলিশ কিছুটা হলেও পরিস্থিতি সামাল দিয়েছে। কিন্তু, এখনও বুলবুলি মোড় এলাকায় উত্তেজনা রয়েছে।
এদিকে একইভাবে ইংরেজবাজার শহরে রথবাড়ি এলাকায় বনধ সমর্থকরা রাস্তায় নেমে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করছিলেন। সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।