Train Accident : আবার রেল দুর্ঘটনা ! মালদায় ছিটকে গেল ৫ টি বগি
Malda Train Accident : রাঙাপানিতে ট্রেন বেলাইন হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাটিহার ডিভিশনের অধীনে কুমেদপুর জংশনে দুর্ঘটনার কবলে মালগাড়ি। এবার লাইনচ্যুত পাঁচটি বগি।
করুণাময় সিংহ, মালদা : বালেশ্বর, চক্রধরপুর, রাঙাপানি। বারবার দুর্ঘটনার মুখে রেল। কাঞ্চনজঙ্ঘা ফের লাইনচ্যুত মালগাড়ি। আতঙ্ক ছড়াল এলাকা জুড়ে। নর্থইস্ট ফরেন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনের কুমেদপুর জংশনের কাছে লাইনচ্যুত হয় মাল গাড়ির পাঁচটি বগি।
রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাটিয়ার যাচ্ছিল। সেই সময় মালদা জেলার কুমেদপুর জংশনের কাছে ডাউন লাইনে মাল গাড়িটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাই ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।
গত প্রায় এক মাসে ভারতীয় রেলের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। কখনও প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন আবার কখনও মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। রাঙাপানিতে ট্রেন বেলাইন হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাটিহার ডিভিশনের অধীনে কুমেদপুর জংশনে দুর্ঘটনার কবলে মালগাড়ি। এবার লাইনচ্যুত পাঁচটি বগি।
ইতিমধ্যে কাটিহার ডিভিশন রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জোর কদমে চলছে লাইনচ্যুত বগি গুলি সরানোর কাজ। ওই রুটে আপ লাইনে ট্রেন চলাচল করছে। তবে দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী একাধিক প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে।
ঘটনার পর একাধিক স্টেশনে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জন্য এদিন বন্দে ভারত এক্সপ্রেস কাটিহার হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাচ্ছে। দেরিতে চলছে প্রায় সমস্ত ট্রেনই ।
কাটিয়ার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরন্দর কুমার জানান, 'আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছিল। এই রুটের প্রায় সমস্ত ট্রেন গুলি দেরিতে চলছে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস কাটিহার হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। '
১৭ জুন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ৩১ জুলাই ঘটে রাঙাপানির ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার আতঙ্ক কাটার আগেই রাঙাপানিতে দুর্ঘটনাটি ঘটে। তারপরে আবার মালদার এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, মালগাড়ি না হয়ে যাত্রীবাহি ট্রেন হলে কী হত?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন
দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ