Malda News: গৃহবধূকে গলার নলি কেটে খুনের চেষ্টা, লুঠের উদ্দেশ্যে হামলা বলে দাবি পরিবারের
পরিবার সূত্রে খবর, আজ সকালে বছর বাইশের গৃহবধূকে বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী। মহিলার গয়না খোয়া গিয়েছে বলে পরিবারের দাবি।
করুণাময় সিংহ, মালদা:
গৃহবধূকে খুনের চেষ্টা: বাড়ির মধ্যে গৃহবধূকে গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ। লুঠের উদ্দেশ্যে হামলা বলে পরিবারের দাবি। মালদার চাঁচলের বহিরগাছি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে খবর, আজ সকালে বছর বাইশের গৃহবধূকে বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী। মহিলার গয়না খোয়া গিয়েছে বলে পরিবারের দাবি। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ। হামলার কারণ খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।
আরও এক ডাকাতি: অন্যদিকে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকার ঘুটিয়ারি শরিফ থেকে গ্রেফতার করা হয়েছে পাঁচ ডাকাতকে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে টহল দেওয়ার সময় কয়েকজনের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। পাঁচজনকে জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় গ্রেফতার করা হয়।
তদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ মিলেছে। জীবনতলার পাশাপাশি, কুলতলি থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সোনাটিকারি এলাকায় অভিযান চালায় পুলিশ। ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে। কয়েকজন পালিয়ে যায় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও ধারাল অস্ত্র। ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Jammu & Kashmir: ভূস্বর্গ বেড়াতে গিয়ে আর ফেরা হল না, বাস উল্টে মৃত্যু দুই বাঙালি মহিলার
পক্ষাঘাটগ্রস্ত মহিলার মৃত্যু: এদিনই আরও একটি ভয়াবহ ঘটনা প্রকাশ্য়ে আসে। পক্ষাঘাতে ঘরবন্দি হয়ে থাকা, গড়িয়ার মহিলার আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে হাঁটাচলার ক্ষমতা ছিল না ওই তাঁর। সারা ক্ষণ ঘরবন্দিই থাকতেন। সকালে তাঁর ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কী ঘটেছে দেখতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ওই মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ কলকাতার (Kolkata News) গড়িয়ার গাজিপাড়ার ঘটনা। বাড়ির যে ঘরে থাকতেন ওই মহিলা, শনিবার সকালে সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। সাতসকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কী ঘটেছে দেখতে ছুটে আসেন স্থানীয়রা।