![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Malda: মোবাইল ফোনের ব্যাটারি ফেটে বিস্ফোরণ, কালিয়াচকে মৃত্যু ৩ বছরের শিশুর
Malda Child Death: সেইসময় প্রতিবেশীর বাড়ির আবর্জনার স্তূপে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
![Malda: মোবাইল ফোনের ব্যাটারি ফেটে বিস্ফোরণ, কালিয়াচকে মৃত্যু ৩ বছরের শিশুর malda kaliachak due to Explosion a 3 years old child dies Malda: মোবাইল ফোনের ব্যাটারি ফেটে বিস্ফোরণ, কালিয়াচকে মৃত্যু ৩ বছরের শিশুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/d1e943701d55d21ca89a97993a537e201657337271_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মালদা:মালদার (Malda) কালিয়াচকের (Kaliachak) রাজনগরে আর্বজনার স্তূপে বিস্ফোরণ। ৩ বছরের শিশুর মৃত্যু। স্থানীয় সূত্রে খবর, গতকাল আত্মীয়ের (Relative) বাড়ি থেকে মায়ের সঙ্গে বাড়ি ফেরে সুরাজ মণ্ডল। মা বাড়িতে ঢুকে গেলেও, শিশুটি বাইরে খেলছিল। সেইসময় প্রতিবেশীর বাড়ির আবর্জনার স্তূপে বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোবাইল ফোনের পুরনো ব্যাটারি ফেটে এই বিপত্তি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কিন্তু এভাবে আবর্জনার স্তূপে পুরনো মোবাইল বিপজ্জনকভাবে পড়ে থাকল কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।
কিছুদিন আগে রহড়া থানা এলাকায় একই ধরণের ঘটনা হয়েছিল
কিছুদিন আগে রহড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছিল। সেখানেও ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছিল। ঘটনার দিন সকালে রহড়ার রুইয়া মধ্যপাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। কিশোরের দাদুর দাবি ছিল, সেদিন সকালে রহড়া থানার পিছনে জঙ্গল থেকে একটি কৌটো বাড়িতে আনেন। সেটি নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল ও পরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পশ্চিম মেদিনীপুরে আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল ২ শিশুর
মাসখানেক আগে রাজ্যের অন্য প্রান্তে আরও একটি ঘটনা সামনে এসেছিল। পশ্চিম মেদিনীপুরের ছেড়ুয়ায় বাড়িতে আগুন ঝলসে মৃত্যু হয়েছিল ২ বছরের শিশুর। গুরুতর জখম হয়েছিলেন মা। আগুন লাগার কারণ ঘিরে ধোঁয়াশা। গতকাল রাতে ছেড়ুয়ায় শেখ কাশিরুদ্দিনের বাড়িতে আগুন লেগে যায়। পুড়ে মৃত্যু হয় ২ বছরের শিশুপুত্রের। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, বাজির গ্রাম ছেড়ুয়ায় রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগে একটি বাড়িতে। ঘটনার দিন রাতে হঠাৎই ছেড়ুয়ায় শেখ কাশীরুদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় বাড়ির ভেতরেই ছিলেন কাশীরুদ্দিনের স্ত্রী রুকসানা বিবি ও দু বছরের পুত্রসন্তান আব্দুল মণ্ডল। অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে মৃত্যু হয় শিশুর।
আরও পড়ুন: ক্যানিংয়ের ৩ তৃণমূল নেতাকে খুনের ঘটনায় প্রথম গ্রেফতার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)