Suvendu On Malda Erosion: ভয়াবহ গঙ্গা ভাঙ্গন মালদায়, ভুতনিতে শুভেন্দুকে দেখেই 'কালো পতাকা', বিক্ষোভ..
Suvendu Adhikari On Malda Erosion: মালদার মানিকচকের গোপালপুরে ভয়াবহ ভাঙ্গন, বিধ্বংসী আকার ধারণ করেছে গঙ্গা, এদিকে বিরোধী দলনেতাকে দেখতেই কেন দেখানো হল 'কালো পতাকা' ?
মালদা: মালদার ভুতনিতে শুভেন্দুকে দেখেই 'কালো পতাকা'। গঙ্গার ভাঙন কবলিত এলাকায় যেতেই বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর অভিযোগ। ত্রাণ নিয়ে নাটক, গ্রামবাসীদের বিক্ষোভ, দাবি তৃণমূলের।
মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন। জল কমতেই বিধ্বংসী আকার ধারণ করেছে গঙ্গা। শুক্রবার থেকে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে এই এলাকায়। মুহুর্তের মধ্যে গঙ্গা গর্বে তুলে যাচ্ছে গাছ, চাষের জমি। আতঙ্কে এলাকা থেকে বাড়িঘর খুলে অন্যত্র সরে যাচ্ছেন স্থানীয়রা। গত একমাস ধরে এই এলাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের।
চলতি মাসের শুরু থেকে ব্যাপক নদী ভাঙন শুরু হয় মালদার মানিকচকের গোপালপুর এলাকায়। গঙ্গা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। আতঙ্কে বাড়িঘর খুলে অন্যত্র সরে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা। ভাঙতে শুরু করেছে নদী বাঁধ। এবারে বিধ্বংসী আকার ধারণ করেছে গঙ্গা। জলস্তর বৃদ্ধির ফলে একদিকে যেমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানিকচকের ভূতনি, রতুয়ার বিলাই মারি, মহানন্দাটোলা এলাকায়। অন্যদিকে ব্যাপক ভাঙ্গন হচ্ছে মানিকচকের গোপালপুর এলাকায়। এরই পাশাপাশি মহানন্দার জল বৃদ্ধির ফলে ইংরেজবাজার ও পুরাতন মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে জল ঢুকে পড়েছে।
চলতি বছরের মাঝামাঝি কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীগুলির জল বেড়েছিল অনেকটাই। বৃষ্টি কমলেও সেসময় ভাঙনের সমস্যায় পড়েছিলেন জেরবার মাথাভাঙ্গার নিশিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানসাই পাড়ের বাসিন্দারা। মাথাভাঙ্গা ২ নং ব্লকের নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের ভোজনের ছড়া এলাকার গত ২ বছর ধরে নদী ভাঙন শুরু হয়েছিল।নদী ভাঙনের ফলে ইতিমধ্যে ২০০-৩০০ বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছিল বলে দাবি এলাকাবাসীদের। পাশাপাশি তেকোণিয়া ইকোপার্কের একটা বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। নদী ভাঙন নিয়ে বারংবার প্রশাসনের নজরে নিয়ে এলেও কোনও কাজ হয়নি বলেই অভিযোগ ছিল তাঁদের।
আরও পড়ুন, প্রবীণদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে উঠছে GST? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে প্রত্যাহারে সহমত..
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।