Malda News: আবাসে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা
Awas Yojona: কেন্দ্রীয় প্রকল্পগুলির ব্যাপার খোঁজখবর নিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। বর্তমানে মালদায় রয়েছেন তিনি।
করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) ইংরেজবাজারে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন, অভিযোগ করেছে তৃণমূল। মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর।
আবাস যোজনা নিয়ে অভিযোগ: কেন্দ্রীয় প্রকল্পগুলির ব্যাপার খোঁজখবর নিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। বর্তমানে মালদায় রয়েছেন তিনি। বুধবার উত্তর চণ্ডীপুর ও হীরানন্দপুর পঞ্চায়েত এলাকায় গেলে, গঙ্গার ভাঙন, ১০০ দিনের টাকা না পাওয়ার অভিযোগ তুলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বৃহস্পতিবার, ইংরেজবাজারে BSF ক্যাম্পে তাঁর কাছে আবাস যোজনায় দুর্নীতি নিয়ে অভিযোগ জানালেন গোপালপুর, কেষ্টপুরের বাসিন্দারা।
এদিন ইংরেজবাজারে BSF ক্যাম্পে একটি বৈঠকে যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। বৈঠকের কথা জানতে পেরে আগেই সেখানে জড়ো হন গ্রামবাসীরা। ইংরেজবাজারের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল বলেন, “ঘর পাইনি। মন্ত্রী আসবেন এসেছি, ওনাকে কাগজ জমা দিয়েছি।’’ আরেক বাসিন্দা রীতা সিংহ বলেন, “বিভিন্ন জায়গায় জানিয়েও ফল হয়নি। তাই মন্ত্রী কাছে এসেছি, যদি ঘর পাওয়া যায়।’’
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মালদায় এসে রাজনীতি করছেন বলে আক্রমণে করেছে তৃণমূল। তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “রাজনীতি করতে এসেছেন তাই বিএসএফ ক্যাম্পের ভিতরে কথা বলছেন। ফর্ম নিচ্ছ। এটা ফেডারল স্ট্রাকচারে আঘাত।’’ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল বলেন, “কাউকে ডাকা হয়নি, মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন।’’
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গরিবদের বঞ্চিত করে, পাকা বাড়ি থাকা সত্ত্বে আত্মীয়-ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দেওয়ার। কোথাও আবার নাম জড়িয়েছে বিজেপির। এবার মালদায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সামনেই ঘর না পাওয়ার অভিযোগ জানালেন বঞ্চিতরা।
আরও পড়ুন: Kunal Ghosh: ‘শুভেন্দুকে বার বার রক্ষাকবচ দিয়ে বেপরোয়া করে তুলছেন আপনারাই’, আদালতকে নিশানা কুণালের