Malda News: ইটবৃষ্টি, বাইক ভাঙচুর থেকে পার্টি অফিসে তাণ্ডব, কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার
TMC-Congress Clash: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়ার মিরজাতপুর এলাকা। চলল ইটবৃষ্টি, বাইক ভাঙচুর, পার্টি অফিসেও চলল তাণ্ডব।
করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) রতুয়ায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম বাধল। হাতাহাতি, ইট, বোতল ছোড়াছুড়ির জেরে আহত হন দুপক্ষের ৮ জন। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে কংগ্রেস ও তৃণমূল। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ ঘিরে তুলকালাম: কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়ার মিরজাতপুর এলাকা। চলল ইটবৃষ্টি, বাইক ভাঙচুর, পার্টি অফিসেও চলল তাণ্ডব। হাতাহাতিতে আহত হন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান-সহ দুপক্ষের ৮জন। রতুয়ার মিরজাতপুরে রাজ্য সড়কের একপাশে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, উল্টোদিকে কংগ্রেসের অফিস।
তৃণমূলের অভিযোগ, শনিবার রাত নটা নাগাদ আচমকা তাঁদের কর্মীদের উদ্দেশ করে গালিগালাজ শুরু করে কংগ্রেসের কর্মীরা। সেনিয়েই দু'পক্ষের মধ্যে বচসা বেধে যায়। হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস ও তৃণমূলের কর্মীরা। ছোড়া হয় ইট, কাচের বোতল। ভাঙচুর চালানো হয় দুটি পার্টি অফিসেই। পুখুরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাতাহাতিতে তৃণমূল পরিচালিত পরাণপুর পঞ্চায়েতের প্রধান-সহ দুপক্ষের ৮ জন আহত হন। কংগ্রেস ও তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকা। বুথ কমিটির বৈঠক সেরে ফেরার সময় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় ৬ বিজেপি কর্মী আহত হয়েছেন। পাল্টা কুলতলির তৃণমূলের ব্লক সভাপতির অভিযোগ, ২ মহিলা সহ বেশ ৩ কর্মীকে মারধর করেছে বিজেপির কর্মীরাই। ঘটনাস্থলে মৈপীঠ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে এভাবেই রক্ত ঝরল দক্ষিণ ২৪ পরগনার কুলতলী বিধানসভার মৈপীঠ কোস্টাল থানা এলাকায়। বিজেপির অভিযোগ, শনিবার গবীর রাতে মিটিং করে ফেরার সময় গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে তৃণমূলের কর্মীরা হামলা চালায়ে। বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। আহত হন ৬জন বিজেপি কর্মী-সমর্থক। তৃণমূলের দাবি, বিজেপির হামলায় আহত হয়েছেন ২ মহিলা সহ ৩ কর্মী। ঘটনার খবর পেয়ে, মৈপীঠ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে। সঞ্জীব প্রধান নামে এক বিজেপি সমর্থককের অবস্থা সংকটজনক হওয়ায় কোলকাতায় স্থানান্তরিত করা হয়। ২ পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন: Raju Jha Murder: শক্তিগড়ে শ্যুটআউট, তদন্তে ১২ সদস্যের সিট গঠন