Malda: প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার কাটমানি চাওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে
অভিযোগকারিণী টাকা দিতে না চাওয়ায়, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়েছে।
করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) মানিকচকে (Manikchak) প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yajana) এবার কাটমানি (Cutmoney) চাওয়ার অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শেখ ইসরাফিল চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। অভিযোগ, মহিলা উপভোক্তার আবাস যোজনার টাকা থেকে ৩০ হাজার টাকা কাটমানি চান কংগ্রেস নেতা ইসরাফিল। অভিযোগকারিণী টাকা দিতে না চাওয়ায়, তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত কংগ্রেস নেতার দাবি, পঞ্চায়েত ভোটের আগে মিথ্যা অভিযোগে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
গত কয়েকমাসে বাংলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি-স্বজপোষণের অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূলের নেতাদের। এবার, আবাস যোজনায় কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের কংগ্রেস সদস্য়ের বিরুদ্ধে! ঘটনাস্থল, মালদার মানিকচক।
অভিযুক্ত কংগ্রেস নেতা শেখ ইসরাফিল, চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। অভিযোগ, এক মহিলা উপভোক্তার আবাস যোজনার টাকা থেকে ২৫ হাজার টাকা কাটমানি চান কংগ্রেস নেতা।
দিতে না চাওয়ায়, মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মানিকচক থানায় অভিযোগ জানিয়েছেন অভিযোগকারিণী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কংগ্রেস নেতা। তৃণমূলের ষড়যন্ত্র: অভিযুক্ত কংগ্রেস নেতা। চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েত অভিযুক্ত কংগ্রেস সদস্য় শেখ ইসরাফিল বলছেন, টিএমসির চালবাজি। এ ব্য়াপারে আমি কিছুই জানি না। টিএমসির চালবাজি। ওদের নেতা এসেছিল। মেম্বাররা। এটা শুড়শুড়ি। এটা মিথ্য়ে আছে। আমায় তো ধাক্কা মেরেছে। পড়ে গেছি। আমি পুলিশের কাছে যাইনি। গোটা গ্রামে রিপোর্ট নেন, কেউ যদি বলে, রাজনীতি ছেড়ে দেব। আমরাও মানহানির মামলা করব।
অভিযোগ অস্বীকার তৃণমূলের, রাজ্য় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর কথায়, ষড়যন্ত্র হবে কেন? মহিলার থেকে টাকা নেওয়ার রাইট নেই। কোনওসময় টাকা চাইতে পারে না। বিডিও আছেন। প্রপার অ্য়াকশন নেবেন।
আরও পড়ুন- শুভেন্দুর সভায় পুলিশি অনুমতি না মেলার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
মালদার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি কালীসাধন রায়ের কথায়,কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর আবাস যোজনা দেওয়ার ক্ষমতাই নেই। যার ক্ষমতাই নেই, সে কাটমানি নেবে, এটা বিশ্বাস যোগ্য় নয়। তৃণমূলের প্রায় সবাই কংগ্রেসে যোগদান করবে। কয়েক দফা ওদের সঙ্গে, কীভাবে যোগদান আলোচনা করবে। সদস্য়ের নামে মিথ্য়া কলঙ্ক দিচ্ছে। অভিযোগকারিণীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?