Mamata Banerjee: শ্রমমেলার বাজেটে কাটছাঁট, তাঁর অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়, মন্ত্রিসভার বৈঠকে কড়া নির্দেশ মমতার
Nabanna: নবান্ন সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এখন থেকে কোনও দফতর, CMO’কে না জানিয়ে কোনও প্রকল্প শুরু করতে পারবে না।
সুমন ঘড়াই, কলকাতা: শ্রমমেলার বাজেটে কাটছাঁট করে ১০০ দিনের কাজের শ্রমিকদের বেতন দিতে হবে এবং ১০০ দিনের কাজের প্রকল্পের শ্রমিকদের অন্যান্য দফতরের কাজে লাগাlতে হবে বলে মন্ত্রীদের নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আজ নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঠিক হয়েছে, যাঁরা বিধবা ভাতা পান, তাঁরাও এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একাধিক নির্দেশ মমতার
১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত জারি। রাজ্য সরকারের অভিযোগ, মোদি সরকার ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না। কেন্দ্রের পাল্টা দাবি, খরচের সঠিক হিসেব দিচ্ছে না তৃণমূল সরকার!
এই সংঘাতের আবহেই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ সংস্থানের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাই ১০০ দিনের কাজের শ্রমিকদের, পূর্ত, সেচ-সহ বিভিন্ন দফতরের আওতায় কাজে লাগান।
এই প্রসঙ্গেই শ্রমমন্ত্রী মলয় ঘটককে, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শ্রমমেলার বাজেটে কাটছাঁট করতে। সেই টাকা ১০০ দিনের শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: Mamata Banerjee: বার বার ডিসেম্বরের ডেডলাইন বিজেপি-র, অশান্তির আশঙ্কা মমতার, সতর্ক করলেন মন্ত্রীদের
নবান্ন সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, এখন থেকে কোনও দফতর, CMO-কে না জানিয়ে কোনও প্রকল্প শুরু করতে পারবে না। সূত্রের খবর, এই প্রসঙ্গে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে মুখ্যমন্ত্রী বলেন, মৎস্য দফতর সম্প্রতি মৎস্যজীবীদের জন্য বিমা চালু করেছে। এটা ভাল কাজ। কিন্তু মুখ্যমন্ত্রীর দফতরকে জানিয়ে করা উচিত ছিল।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও মুখ্যমন্ত্রী বলেন, তাঁর দফতরকে না জানিয়ে বেশ কিছু বাস চালাচ্ছে পরিবহণ দফতর। এটা ঠিক হচ্ছে না। নবান্ন সূত্রের খবর, এ দিন মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়, যে সমস্ত কৃষি জমির ওপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন লাইনের তার যাবে, সেই সমস্ত জমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
জমির বাজারমূল্যের ১৫০ শতাংশ ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে জমির মালিককে। ফসলের দামের ১০ শতাংশ ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধবা ভাতা পেলেও আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য
এদিকে, রাজ্যে যাঁরা বিধবা ভাতা পান, তাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পড়তেন না। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিধবা ভাতা পেলেও, কোনও মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও আবেদন জানাতে পারবেন।
এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে দুয়ারে সরকার প্রকল্পে, আবেদনের পাশাপাশি কেউ কোনও প্রকল্পের বিষয়ে অভিযোগ করতে চাইলে, তাও জানাতে পারবেন।