Mamata Banerjee:'আমি জানিয়েছিলাম একা যেতে অসুবিধা আছে' রাজভবনের বাইরে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News: এর আগে দুই তৃণমূলপ্রার্থীর শপথ-টানাপোড়েনের মধ্যেই রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: স্বাধীনতা দিবসের চা চক্রের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যপালকে খোঁচা মুখ্যমন্ত্রীর। স্বাধীনতা দিবসে প্রথামাফিক রাজভবনে হাই টি-তে যোগ দেন মুখ্যমন্ত্রী। তার আগে তিনি বলেন, 'এমনি আমি আর যাব না.. আগে নিজেদের দিকে তাকান।'
সম্প্রতি রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মচারী রাজ্য়পালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্য়কর অভিযোগও ওঠে রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। তারপর থেকেই মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগে রাজ্য়পালকে লাগাতার নিশানা করে তৃণমূল। এমনকী দুই তৃণমূলপ্রার্থীর শপথ-টানাপোড়েনের মধ্যেই রাজ্যপালকে নিশানা করেন মুখ্যমন্ত্রীও। যার জল গড়ায় আদালত পর্যন্ত।
স্বাধীনতা দিবসে প্রথামাফিক রাজভবনে হাই টি-র আয়োজন করা হয়। প্রতিবছরই এই চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী। এদিনও রাজভবনে উপস্থিত হন তিনি। তবে একা নন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানান, তাঁর সঙ্গে রয়েছে তাঁর টিম। এদিন রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী বলেন, "আমি জানিয়েছিলাম একা যেতে অসুবিধা আছে। তাই টিম নিয়ে আসব। একসঙ্গে আমার ১০-১২ জন এসেছি। মন্ত্রীসভার শপথ থাকলে যেতেই হবে। কোনও উপায় নেই। কিন্তু এমনি আমি আর যাব না। আজ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন। অনেক কথা বলেছেন। আমি শুধু বলব চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে নিজেদের দিকে তাকান। রাজভবনের যে মহিলা কর্মী তাঁর ঘটনাটা তো সবাই জানেন। আমার নতুন করে বলার কিছু নেই। আগে তো নিজেদের দিকে তাকান তারপর অন্যের সমালোচনা করবেন।
বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের শপথ-টানাপোড়েনের মধ্যেই রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ওঁর রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তিকলাপ চলছে মেয়েরা যেতে ভয় পাচ্ছে।'' মুখ্য়মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে রাজভবনের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, "কোনও মন্ত্রী, পাবলিক অফিসিয়ালের কোনও দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়।'' এরপরই কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা করেন রাজ্য়পাল। সিঙ্গল বেঞ্চের পর সেই মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Chaos: 'এক অফিসারের উর্দি পরে কোর্টে হাজির আরেক অফিসার' পরিচয় নিয়ে তোলপাড়