Mamata Banerjee : 'আমি মনে করি না বালুরা চোর, আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে গ্রেফতার করব' হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC : পার্থ-অনুব্রত-জ্যোতিপ্রিয়র পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 'আমার অনেক লড়াইয়ের সাথী, মনে রাখবেন। আমি বিশ্বাস করি না, এরা চোর।
কলকাতা : একাধিক দুর্নীতি মামলায় তদন্তে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ইতিমধ্যে গ্রেফতার করেছে একাধিক তৃণমূল নেতাকে। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডলরা রয়েছেন জেলে। এই পরিস্থিতিতে দলের নেতাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি পাল্টা বিজেপি নেতা-মন্ত্রীদের শ্রীঘরে ভরার হুমকি ছুঁড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী !
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী-সমর্থকদের সঙ্গে মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, 'আজকে খুব হাসছেন ! ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরও কয়েকজন জেলে। আমাদের মানিক ভট্টাচার্য জেলে, অনেকে জেলে, বালু জেলে। এটাই চলবে ? আগামীদিনে যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন, সেলে? না কোলে? না কোলবালিশ হয়ে দুলবেন ? আমার ৪ জনকে জেলে রাখে যদি, আমার দলের পক্ষ থেকে ওদের ৮ জনকে জেলে ভরব।'
তৃণমূল নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) বিজেপি সরকার হেনস্থা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি দলীয় সতীর্থদের পাশে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমোর বার্তা, 'ববি (ফিরহাদ হাকিম) সেদিন বলল, দিদি কোমরটায় খুব ব্যথা হচ্ছে। আমি বললাম, কেন ? বলছে মার খেয়েছি। ডান্ডার পর ডান্ডা খেয়েছে। বক্সিদাও ডান্ডা খেয়েছে। বালুকে নিয়ে গেছে জেলে। ডান্ডার পর ডান্ডা খেয়েছে। এরা অনেক ডান্ডা খেয়েছে, অনেক লড়াই করেছে। আমার অনেক লড়াইয়ের সাথী, মনে রাখবেন। আমি বিশ্বাস করি না, এরা চোর। আমাদের চারটে MLA'কে জেলে ভরে রেখেছে। মহুয়াকেও ওরা তাড়াতে চাইছে। মূর্খ না হলে ইলেকশনের আগে কেউ এরম করে ভোটের তিন মাস আগে।'
২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মী-সমর্থকদের সামনে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, '২-৩ ডিসেম্বর বুথে বুথে মিছিল করবেন। পুরনো, নতুনরা একসঙ্গে কাজ করবেন। বঞ্চিত হলে। কেউ কাজ করতে চাইলে আপনাদের সঙ্গে নিয়ে নেবেন, ফেলে রাখবেন না। ভাল লোক হলে নিয়ে নেবেন। বাবুরা প্রচার করতে এলে জবাব চাইবেন। কেন টাকা দিচ্ছেন না। কিন্তু গায়ে হাত দেবেন না। এজেন্সির গাড়িতে করে অনেকসময় টাকা আমদানি হয়। মেয়েদের দিয়ে কাজ করাবেন। ছেলেরা পিছনে। ভয় পাবেন না।'
আরও পড়ুন- 'আমি মনে করি, বিশ্বকাপ ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরা জিততাম' বললেন মুখ্যমন্ত্রী
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
- https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y