Mamata Banerjee Health: 'পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট', আর কী বললেন SSKM অধিকর্তা?
Mamata Banerjee Injury: মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিক্যাল টিম গঠন হয়েছে। আগামীকাল শারীরিক পরীক্ষা করা হবে।
![Mamata Banerjee Health: 'পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট', আর কী বললেন SSKM অধিকর্তা? Mamata Banerjee Health Updates West Bengal CM TMC Chief Mamata Banerjee Head Injury Medical Bulletin from SSKM Mamata Banerjee Health: 'পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট', আর কী বললেন SSKM অধিকর্তা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/43992b29baa13693ebfe1c5cf81cb9e71710437768176385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: চিকিৎসার পর বাড়িতে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Health)। কী ঘটেছিল? কীভাবে চিকিৎসা হয়েছে? মেডিক্যাল বুলেটিন প্রকাশ করলেন এসএসকেএম-এর চিকিৎসকরা।
এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মুখ্যমন্ত্রীর কপালে ক্ষত রয়েছে, সেলাই করা হয়েছে। কাল শারীরিক পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর কপালে ৩টি সেলাই এবং নাকে ১টি সেলাই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিক্যাল টিম হয়েছে। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।' হাসপাতালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয় তখন তাঁর মাথায় চোট ছিল। এসএসকেএম অধিকর্তা জানিয়েছেন, যখন তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় তখন তাঁর কপালে গভীর ক্ষত ছিল। সেখান থেকে ভীষণ রক্তক্ষরণ হচ্ছিল। মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ডপলার-সহ একাধিক পরীক্ষা করা হয়েছে তাঁর। ইকো কার্ডিওগ্রাম, সিটিস্ক্যান হয়েছে মুখ্যমন্ত্রী। পিছন থেকে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছেন, এমনটা বলা হলেও পরে অধিকর্তা এই নিয়ে খোলসা করে কিছু বলেননি।
হাসপাতালে এসে রোগীর আত্মীয় যা বলেন সেটাই মেডিক্যাল হিস্ট্রি হিসেবে রেকর্ড করা হয়। অর্থাৎ সেভাবেই মমতার মেডিক্যাল হিস্ট্রি নোট করা হয়েছে। বাড়ির লোকেদের কথার ভিত্তিতেই হিস্ট্রি নোট করা হয়েছে। সেখানে বলা রয়েছে বাড়ির চত্বরেই পিছন থেকে ধাক্কার কারণে পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী, সেকারণেই চোট পেয়েছেন তিনি। কিন্তু সেই বিষয়ে আর কোনও বিস্তারিত জানা সম্ভব হয়নি।
মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে দেখভালের জন্য হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু মুখ্যমন্ত্রী রাতে হাসপাতালে থাকতে চাননি। সেই কারণেই এদিন তিনি বাড়ি ফিরে গিয়েছেন। বাড়িতেই তাঁর দেখভাল করা হচ্ছে আপাতত।
তাঁর পরিবারের সদস্য কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, 'কিছু একটা ধাক্কা লেগেছে এমনটা শোনা যাচ্ছে। এখন স্থিতিশীল রয়েছেন। কাল শারীরিক পরীক্ষা হবে।'
এদিন সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কাজরী বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে ছিলেন।সেখান থেকে কালীঘাটের বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশের ঘরে ছিলেন পরিবারের বাকিরা। কিছুক্ষণ পরে সেখানে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যিনি থাকেন তিনি ছুটতে ছুটতে এসে খবর দেন মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন, তাঁর কপাল থেকে রক্তপাত হচ্ছে। সঙ্গে সঙ্গে সবাই দৌড়ে ওই ঘরে যান, সেখানে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তাঁর কপাল থেকে রক্ত ঝরছে।
একটি সূত্র বলছে, পড়ে গিয়ে শোকেসে আঘাত লেগেছে তাঁর। আবার অন্য সূত্র বলছে সেই ঘরে কোনও শোকেস ছিল না। এমন নানা সূত্রে নানা খবর উঠে আসছে। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, পড়ে গিয়ে চোট পেয়ে এতটাই বিহ্বল হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে হয়তো তাঁর মনে হয়েছে পিছন থেকে ধাক্কা দিয়েছে কেউ- আদতে সেটা নাও হতে পারে। এসব দিকেই খেয়াল রাখছেন চিকিৎসকরা। কোনও শারীরিক অসুস্থতার কারণে এমনটা হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ৮ আসনে লড়বে ISF, তালিকায় কোন কোন আসন? যাদবপুরে দেওয়া হল শর্ত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)