ISF Candidate List: ৮ আসনে লড়বে ISF, তালিকায় কোন কোন আসন? যাদবপুরে দেওয়া হল শর্ত
Lok Sabha Election:নৌশাদ সিদ্দিকির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দলে আলোচনা চলছে, জানাল আইএসএফ।
![ISF Candidate List: ৮ আসনে লড়বে ISF, তালিকায় কোন কোন আসন? যাদবপুরে দেওয়া হল শর্ত ISF will contest in 8 seats in the Lok Sabha election 2024 contest in Barasat Basirhat Mathurapur Jadavpur Uluberiua Malda South Murshidabad Nawsad Siddique ISF Candidate List: ৮ আসনে লড়বে ISF, তালিকায় কোন কোন আসন? যাদবপুরে দেওয়া হল শর্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/8e368132b93ed22de700c6621a2ffa2f1710418376904385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ (ISF Candidate List)। জোট রাজনীতির স্বার্থ মেনেই সিদ্ধান্ত, জানাল আইএসএফ। ফুরফুরায় রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ ও মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দিচ্ছে আইএসএফ। যাদবপুর কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের প্রার্থী হলে, প্রার্থী দেবে না আইএসএফ, সিদ্ধান্ত আইএসএফের রাজ্য কমিটির বৈঠকে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম বা জয়নগর কেন্দ্রে প্রার্থী দাঁড় করাতে পারে আইএসএফ। ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। নৌশাদ সিদ্দিকির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দলে আলোচনা চলছে, জানাল আইএসএফ।
এরই মধ্যে বামেরা প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এর মধ্যে এমন দুটি আসন রয়েছে যেখানে আইএসএফ-ও প্রার্থী দিতে চায়। তার মধ্যে রয়েছে যাদবপুর ও শ্রীরামপুরের মতো আসনও। ফলে দ্বন্দ্ব কি প্রকট হল?
এদিন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique on Seat Sharing with left) বলেন, 'সিপিএম চাইছে কী জানতে হবে। আদৌ জোট চাইছে কি চাইছে না? আমরাতো তিন বার আলিমুদ্দিনে গিয়েছিলাম জোটের স্বার্থে, যদি তাঁরা না চান, আমরা তো কিছু করতে পারি না।' তিনি আরও জানান, প্রথমে ISF ভেবেছিল ২০টি আসনে লড়বে। পরে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে সবদিক ভেবে ভাবা হয় ১৪টি আসনে লড়া হবে। তারও পরে জোটের স্বার্থে ৮টি আসনে লড়বেন বলে ভেবেছেন তাঁরা। তাঁর প্রশ্ন, 'চাইছেটা কী? দলটা তুলে দেব?'
সূত্রের খবর ডায়মন্ড হারবার লোকসভা আসনে প্রতিদ্বন্দিতা করতে চান নৌশাদ সিদ্দিকি। কিন্তু সেই ব্য়াপারে এখনও আইএসএফ-এর পক্ষ থেকে কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে সূত্রের খবর। এদিন ওই বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই নৌশাক সিদ্দিকি জানান, তিনি প্রস্তুত। দলের তরফে এখনও কিছু জানানো হয়নি। এদিন বামেদের যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ডায়মন্ড হারবার আসনে কোনও প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঘোমটা মাথায় হাসপাতালে হানা IAS-এর! হাতেনাতে পর্দাফাঁস হল কী?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)