Mamata Banerjee: 'আদিবাসীদের মধ্যে বিজেপি বিভেদ সৃষ্টি করছে', ঝাড়গ্রাম থেকে তোপ মমতার
Jhargram: বুধবার ঝাড়গ্রামের একটি সভা থেকে ঠিক এই সুরেই আদিবাসী দিবসে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
ঝাড়গ্রাম: আদিবাসীদের পাশে রয়েছে রাজ্যের তৃণমূল সরকার। কেন্দ্রের বিজেপি সরকারই বিভেদ করছে আদিবাসীদের মধ্যে। বুধবার ঝাড়গ্রামের একটি সভা থেকে ঠিক এই সুরেই আদিবাসী দিবসে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
উন্নয়নের প্রশ্নে বরাবরই আদিবাসীদের জন্য আলাদা করে ভাবার কথা বলেছে রাজ্যের তৃণমূল সরকার। একাধিক প্রকল্পও তৈরি করা হয়েছে। শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও যাতে জটিলতা এড়ানো যায় তার চেষ্টা করা হয়েছে। লোকসভা ভোটে ধাক্কা খেলেও তারপরে ধীরে ধীরে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে মাটি ফিরে পেয়েছে তৃণমূল। সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে ভাল ফল করেছে তৃণমূল। বড় ব্যবধানে জয় এসেছে ঝাড়গ্রামের জেলা পরিষদে। এবার সেই জেলায় দাঁড়িয়েই আদিবাসী সমাজের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
কী বলেছেন তিনি:
আদিবাসীদের কাছে তাদের জমির অধিকার খুব বড় একটা প্রশ্ন। সেই বিষয়টি তুলে ধরেই এদিন মমতা বলেন, 'আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না আইন করা হয়েছে। জঙ্গলের অধিকার আইনে আদিবাসীদের ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে।' তৃণমূল আমলে আদিবাসীদের জন্য বরাদ্দ বেড়েছে বলেও জানান তিনি।
আদিবাসী সমাজের শিক্ষার প্রসঙ্গেও রাজ্য সরকার কাজ করেছে বলে দাবি মমতার। তিনি বলেন, 'সাতটি মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে।' বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে বিরোধ চরমে উঠেছে। এদিন সেই প্রসঙ্গ তুলে রাজ্যপালকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যপাল কালো চশমা পরে নিজের ইচ্ছে মতো কেরালা থেকে লোক এনে বসাচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয় করছি, উনি দালালি করে কাজ আটকে দিচ্ছেন। ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি, রেজিস্ট্রার কেউ নেই। ছাত্রদের সার্টিফিকেট দেওয়া যাচ্ছে না। রাজ্যপালের আসন সাংবিধানিক আসন, তাঁর কাজের সাংবিধানিক সীমাবদ্ধতা আছে। উনি বলছেন মুখ্যমন্ত্রী যা করছেন, উনিও তাই করবেন। তাহলে উনি নির্বাচনে দাঁড়ান, নিয়ে জিতে আসুন।' সম্প্রতি করম পুজোয় রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। সেই প্রসঙ্গও উঠে আসে মমতার ভাষণে।
এদিন মমতার মুখে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শোনা গিয়েছে। তিনি বলেন, 'কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমাদের আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের দিনে, শপথ নিয়ে বলছি বিজেপি তুমি দিল্লি ছাড়। মানুষের খাদ্য, বস্ত্র কোনওকিছুর কথাই ভাবছে না। নির্বাচন এলেই শুধু প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। দিল্লি, হরিয়ানা থেকে মানুষরা ফিরে আসছে। বাংলার মানুষের ওপর অত্যাচার হচ্ছে।' বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীর মতো কেউ করেননি..', সাক্ষাতের পর প্রশংসা কুড়মি নেতাদের