Suvendu Adhikari: 'NRC-র ভয় দেখাচ্ছেন মমতা', রেড রোডে নিশানা শুভেন্দুর
Suvendu attacks Mamata on NRC: আজ রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন শুভেন্দু অধিকারী । কী বললেন বিরোধী দলনেতা ?
কলকাতা: আজ রেড রোডে বিজেপির (BJP) সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি এদিন বলেন, 'অশান্তি লাগিয়ে, বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
'দুর্নীতিবাদের চাষ করেছেন মমতা'
রেড রোডের সভায় শুভেন্দু এদিন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারবাদ, তোষণবাদ, দুর্নীতিবাদের চাষ করেছেন। মোদিজীর নেতৃত্বে বিকাশবাদ প্রতিষ্ঠা করতে চাই। সংখ্যালঘু মানুষরা বাইরের রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন। রাজ্যের তৃণমূল সরকার তাদের কাজের ব্যবস্থা করেনি। এমএসডিপি-র টাকায় ব্যাপক চুরি, দুর্নীতি হয়েছে।'
'NRC-র ভয় দেখাচ্ছেন মমতা'
তিনি এদিন আরও বলেন, ' গিয়াসউদ্দিন মোল্লা তৃণমূলের সঙ্গে যোগসাজশে টাকা লুঠ করেছে। সংখ্যালঘুরা তৃণমূলের ওপর নির্ভর করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি-র ভয় দেখাচ্ছেন। অশান্তি লাগিয়ে, বিভাজনের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইদের নমাজের মঞ্চেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বার্তা দিয়েছেন। ধর্মীয় মঞ্চে রাজনীতি করতে পারেন না।'
'এনআরসি-র মিথ্যে ভয় দেখিয়ে ক্ষমতায় এসেছেন'
এর আগেও রিষড়াকাণ্ডের পর শুভেন্দু বলেছিলেন, 'একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাল করে জানেন, এই সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসি-র (NRC) মিথ্যে ভয় দেখিয়ে তাঁদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন।'
'প্রত্যেকটা সচেতন নাগরিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাতে চান'
শুভেন্দুর সংযোজন, ' সাগরদিঘি নির্বাচন-উপনির্বাচনের পরে তিনি বুঝেছেন, যে পশ্চিম বাংলায়, সংখ্যাগুরু- সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা সচেতন নাগরিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাতে চান। স্বাভাবিকভাবে এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে লোকাল নেতা কিছু আছে, তাঁদেরকে দিয়ে, এই জিনিসটা করাচ্ছেন।'
আরও পড়ুন, গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?
আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?
'দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ'
কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেছিল বিজেপি। শুভেন্দু অধিকারী ট্যুইটে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি ট্যুইটে লিখেছিলেন, 'বাংলায় আরও এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। দুঃখের বিষয় ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা নিয়ে ব্যস্ত পুলিশ। দুর্ভাগ্যজনক ভাবে যার মূল্য চোকাতে হচ্ছে মহিলাদের। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা সাহস পাচ্ছে', ট্যুইট বিরোধী দলনেতার।