Mamata Banerjee: প্রধানমন্ত্রী আসছেন, মেট্রোর নতুন ৩টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্য়মন্ত্রী
PM modi: আগামী ২২ তারিখে প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন। সেদিন দমদমে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

আশাবুল হোসেন, কলকাতা : মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২২ তারিখে প্রধানমন্ত্রী কলকাতায় আসছেন। সেদিন দমদমে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এই অনুষ্ঠানে নিয়ম মেনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। সাধারণত, যে রাজ্যে রেলের অনুষ্ঠান হয়, সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কথা। সেই রীতি মেনেই মুখ্যমন্ত্রীক আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী। যদিও এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না বলে খবর নবান্ন সূত্রে। কারণ হিসাবে উঠে আসছে, তিনি এই অনুষ্ঠানকে উপেক্ষা করতে চাইছেন। এমন একটা পরিস্থিতিতে এই অনুষ্ঠান করা হচ্ছে যখন বাঙালি শ্রমিকরা বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে আক্রান্ত হচ্ছেন। বাংলা ভাষার উপর সন্ত্রাস হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। ইতিমধ্যেই তৃণমূলের তরফে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে মনে করা হচ্ছে, এর প্রতিবাদ-স্বরূপ তিনি যাচ্ছেন না। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগও রয়েছে। এই সমস্ত কিছুর প্রতিবাদেই তিনি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে।
পুজোর আগেই বহরে বাড়ছে কলকাতা মেট্রো। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন ৩ রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে তুলে ধরা হয়, পশ্চিমবঙ্গে রেলের কী কী প্রকল্প হচ্ছে এবং সেই সমস্ত প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে, সেই খতিয়ানও।
২২ অগাস্ট, শুক্রবার থেকে গ্রিন লাইনে মেট্রোপথে জুড়ে যাচ্ছে শিয়ালদা-এসপ্ল্যানেড। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা। অন্যদিকে, ইয়োলো লাইনে কলকাতা বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। যার উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী লিখেছেন, ভারত সরকার পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে বর্তমানে ৮৩ হাজার ৭৬৫ কোটি টাকার কাজ চলছে। চলতি বাজেটে পশ্চিমবঙ্গ ১৩ হাজার ৯৫৫ কোটি টাকার রেকর্ড বরাদ্দ পেয়েছে। রাজ্যের ১০১টি স্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। ৯টি মেড-ইন-ইন্ডিয়া বন্দেভারত ট্রেন এবং ২টি অমৃত ভারত ট্রেন বর্তমানে পশ্চিমবঙ্গে চালু রয়েছে।























