Mamata Banerjee: আমরা অনেক চাকরির ব্যবস্থা করেছি, আবার করব : মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee On Job: "সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। আমি চাই ঢেলে কর্মসংস্থান হবে। কেউ কেউ চায় না আমাদের ভাইবোনেদের ঢেলে কর্মসংস্থান হোক। শুধু বাধা দিয়ে কুৎসা রটনা করছে।'' মন্তব্য মমতার
কলকাতা: আমি কারও চাকরি খেতে চাই না, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিন শিলিগুড়িতে সভা থেকে তিনি বলেন, "আমরা অনেক চাকরির ব্যবস্থা করেছি, আবার করব। বাধা দিয়ে, কুৎসা করে চাকরি আটকানোর চেষ্টা চলছে।''
আমি কারও চাকরি খেতে চাই না, বার্তা মমতার: বুধবার শিলিগুড়িতে (Siliguri) দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নেন মমতা। সেই মঞ্চে দাঁড়িয়েই ফের চাকরি নিয়ে মন্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বলেন, "বাংলায় কোচ ফ্যাক্টরি হচ্ছে, দেউচা পাঁচামি হচ্ছে, তাজপুর বন্দর হচ্ছে। শুধু বাগডোগরা নয়, আরও বিমানবন্দর তৈরি হবে। সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। আমি চাই ঢেলে কর্মসংস্থান হবে। কেউ কেউ চায় না আমাদের ভাইবোনেদের ঢেলে কর্মসংস্থান হোক। শুধু বাধা দিয়ে কুৎসা রটনা করছে। চাইছে যাতে চাকরি দেওয়া বন্ধ হয়ে যাক। আমি কারোর চাকরি খাব না। আমরা চাকরি বন্ধ করব না। আমরা চাকরি রেগুলার দেব। কালও আমি এখানে অনেক চাকরি দিয়ে গিয়েছি। যখন যেটা প্রয়োজন হাজার বার করব।''
নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) তোলপাড় সারা রাজ্য। জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister) থেকে SSC-র প্রাক্তন চেয়ারম্যান। হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিও। SSC, Group C, Group D থেকে টেট উত্তীর্ণরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। ভুয়ো নিয়োগের অভিযোগে চাকরি হারিয়েছেন এমন সংখ্যাও নেহাত কম নয়। এই আবহে ফের রাজ্যের কর্মসংস্থান নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থানে বাধা দেওয়া হচ্ছেও বলেও সরব হলেন তিনি।
এদিকে ৫১ ঘণ্টা পার। করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। সোমবারের পর মঙ্গলবার, পরপর দু’রাত তাঁরা খোলা আকাশের নfচে রাস্তায় কাটালেন। গতকালের মতো আজও অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) অফিসের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। তাঁরা জানিয়েছেন, নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম', শিলিগুড়িতে বললেন মমতা