Mamata Banerjee: 'এখানে গ্রেফতার হয়েছে, বিশ্বভারতীতে কী হচ্ছে?' আলিয়াকাণ্ডের সঙ্গেই বিশ্বভারতীরও প্রসঙ্গ তুলে সরব মমতা
CM On Aliiah University: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী টেনে আনলেন বিশ্বভারতী প্রসঙ্গও।
সুমন ঘড়াই, আবির ইসলাম ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী টেনে আনলেন বিশ্বভারতী প্রসঙ্গও।
সম্প্রতি আলিয়াকাণ্ডে সরগরম রাজ্য। তার রেশ ধরে ফের সামনে চলে এল বিশ্বভারতী-রাজ্য সরকার চাপানউতোর। সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে, উপাচার্যকে TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট কদর্য ভাষায় শাসানি, হুমকি দিয়েছিলেন। যার ভিডিও ভাইরাল (Viral) হয়। তারফলে নিন্দার ঝড় ওঠে রাজ্যের শিক্ষামহলে। প্রতিবাদে সরব হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের (Student) একটি বড় অংশ। তারপরেই অভিযুক্ত ছাত্রনেতাকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। এই পরিস্থিতিতে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পাল্টা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর প্রসঙ্গ টেনে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের এখানে একজনকে অ্যারেস্ট করেছে দেখেছেন তো? বিশ্বভারতী বোলপুরে কী হচ্ছে একটু দেখুন? ওখানে ভিসি গ্রেফতার হয়েছেন?' তিনি আরও বলেন, 'পুলিশ ব্যবস্থা নিয়েছে। যারা পড়ে সবাই ভাল। কারও অভিযোগ থাকতেই পারে। অল্প কটূ কথা বলেছে গ্রেফতার করেছে। বিশ্বভারতীতে কজন গ্রেফতার?'
কড়া প্রতিক্রিয়া বিরোধীদের:
মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে সমালোচনা করেছেন রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'এই সংস্কৃতি তৃণমূলেরই।' গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে বামেরাও।
বিশ্বভারতীর বার্তা:
সোমবার সকালেই আলিয়াকাণ্ডে গ্রেফতারির প্রসঙ্গ টেনে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী (Viswabharati) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপাতার প্রেস বিজ্ঞপ্তিতে আলিয়ার ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন। জানানো হয়েছে। তবুও প্রশ্ন তোলা হয়েছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক লিখেছেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী নিশ্চয় চান না যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুন্ডামির আখড়া হোক। বিশ্বভারতী যেহেতু কেন্দ্রীয় প্রতিষ্ঠান, তাই এ ধরনের অসভ্যতা, অভদ্রতা এবং অমানবিক ব্যবহারের সম্মুখীন হয় হামেশাই। অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্বভারতীতে সাম্প্রতিক রাতভর ঘেরাও, রেজিস্ট্রারের পদত্যাগ, পাঁচিল দেওয়া নিয়ে অশান্তি সহ একাধিক ঘটনার উল্লেখ করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: গ্রেফতার আলিয়াকাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল