Mamata Banerjee: 'কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে...আমরা এসব করি না', মন্তব্য মমতার
Rahul Gandhi: বাংলায় নয়, বিহারে ভেঙেছে রাহুল গাঁধীর গাড়ির কাচ। বহরমপুরের সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী।
বহরমপুর: রাহুল গাঁধীর গাড়ির কাচ ভাঙা নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দোপাধ্য়ায়ের। বাংলায় নয়, বিহারে ভেঙেছে রাহুলের গাড়ির কাচ। বহরমপুরের সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী।
কী বলেছেন মমতা?
বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, 'বাংলায় নয় রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে বিহারে। আমরা এসব করি না, এসব নাটক করে কী লাভ, বিহারের কাটিহারে রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে,
ওঁরা কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে, বিহারে সবে বিজেপি-নীতীশ এক হয়েছে, ওঁদের রাগ থাকতেই পারে।'
বিহার থেকে ফের বাংলায় ঢুকেছে কংগ্রেসের ন্যায় যাত্রা। এদিনই বাংলা-বিহার সীমানায় ভেঙেছে রাহুল গাঁধীর গাড়ির কাচ। গাড়ির পিছনের কাচ ভেঙে গিয়েছে। পিছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভাঙার অভিযোগ করেছেন অধীর চৌধুরী। প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতির। যদিও রাজ্য পুলিশের দাবি, বাংলায় নয়, রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে বিহারের কাটিহারে।
উল্টো সুর অন্য নেত্রীর:
রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে অধীর চৌধুরীর উল্টো সুর কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের। তিনি জানিয়েছেন, রাহুলের গাড়িতে হামলা হয়নি। X হ্যান্ডেলে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের দাবি, 'রাহুলের গাড়ির কাছে চলে যান এক মহিলা। হঠাৎ করে থামাতে হয় রাহুলের গাড়ি। নিরাপত্তা বলয়ে থাকা দড়ির আঘাতে ভেঙেছে রাহুলের গাড়ির কাচ।'
ন্যায় যাত্রায় সঙ্গী সিপিএম:
তৃণমূল না থাকলেও, বাংলায় রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল সিপিএম। আজ মালদায় রাহুলের ন্যায় যাত্রায় সঙ্গী সিপিএম নেতা শতরূপ ঘোষ। সিপিএমের মুর্শিদাবাদ জেলা কমিটি জানিয়েছে, আগামীকাল রঘুনাথগঞ্জের দাদাঠাকুর মোড়ে রাহুলের সভায় থাকছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আগামীকাল মালদা থেকে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে ঢুকছে রাহুল গাঁধীর ন্য়ায় যাত্রা। ফরাক্কা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে কান্দির নবগ্রামে পৌঁছবেন রাহুল। সেখানেই আগামীকাল রাত্রিবাস করবেন তিনি।
ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে যখন কাছাকাছি রয়েছে কংগ্রেস ও সিপিএম। তখন কংগ্রেসের হাত ছাড়ার জন্য় সিপিএমকেই দায়ী করেছেন মমতা। এদিন তিনি বলেন, 'সিপিএম হল বিজেপির এক নম্বরের দালাল। কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা ভাল ছিল। সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। আমি বলেছিলাম, লোকসভা ভোটে মালদায় দুটি আসন ছাড়ব। কিন্তু ওদের নাকি আরও আসন চাই। তারপরই বললাম, আমি আমার মতো লড়ব। যে সিপিএমের কাছে মার খেয়েছি, তাঁদের ক্ষমা করতে পারব না।'
আরও পড়ুন: সিপিএমের সঙ্গ না ছাড়ায় বঙ্গে 'হাত' ছাড়ছেন ? মুখ খুললেন মমতা