Mamata Banerjee: সিপিএমের সঙ্গ না ছাড়ায় বঙ্গে 'হাত' ছাড়ছেন ? আজ মুখ খুললেন মমতা
Mamata On Congress CPM: কার জন্য একলা চলার ডাক, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপের মূলে দায়ি কে ? বহরমপুরের সভা থেকে বক্তব্য রাখলেন মমতা..
বহরমপুর, মুর্শিদাবাদ: লোকসভা নির্বাচনের আগেই BJP বিরোধী I.N.D.I.A শিবিরে এসেছিল জোর ধাক্কা। আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 'বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই', বলে জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতার এই ঘোষণার পর উত্তাল হয় জাতীয় রাজনীতি। এদিকে আজ রাহুলের 'ন্যায় যাত্রা'-র দিনেই বহরমপুরের সভা থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে।'
'আমি বলেছিলাম, লোকসভা ভোটে মালদায় দুটি আসন ছাড়ব'
মমতা এদিন বলেন, 'কে কী খাবে, তাও নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি। সিপিএম হল বিজেপির এক নম্বরের দালাল। কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা ভাল ছিল। সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। আমি বলেছিলাম, লোকসভা ভোটে মালদায় দুটি আসন ছাড়ব। কিন্তু ওদের নাকি আরও আসন চাই। তারপরই বললাম, আমি আমার মতো লড়ব। যে সিপিএমের কাছে মার খেয়েছি, তাঁদের ক্ষমা করতে পারব না।'
'..তখন থেকেই অধীর চৌধুরীর সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক'
মূলত, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন কংগ্রেসে ছিলেন, তখন থেকেই অধীর চৌধুরীর সঙ্গে তাঁর তিক্ত সম্পর্ক। সোমেন মিত্রর উদ্যোগে কংগ্রেসে যোগ দেওয়ার পরে ১৯৯১ সালের বিধানসভা ভোটে মুর্শিদাবাদের নবগ্রামে প্রার্থী হয়েছিলেন অধীর। সে বার হাজার দু’য়েক ভোটে তিনি হেরে যান। ১৯৯৬ সালে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ফের ওই কেন্দ্রে প্রার্থী করেছিলেন অধীরকে। তৎকালীন রাজ্য যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের প্রতিবাদে জোরালভাবে সরব হয়েছিলেন। কিন্তু সেবার প্রায় ২০ হাজার ভোটে জিতেছিলেন অধীর। সেই তিক্ততা আজও যায়নি। অধীর চৌধুরী মানেই কট্টর মমতা বিরোধী।
'রাষ্ট্রপতি শাসন করার জন্য় উপযুক্ত আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়'
কয়েকদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলেন। অধীর চৌধুরী বলেন, 'এই যেখানে অবস্থা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার, সেখানে এটা রাষ্ট্রপতি শাসন জারি করার উপযুক্ত ক্ষেত্র। রাষ্ট্রপতি শাসন করার জন্য় উপযুক্ত আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়।' এমন বক্তব্যের প্রেক্ষিতে বারবার অধীর চৌধুরীকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতারা।
আরও পড়ুন, অনুব্রতর হাত ধরে ঘাসফুলে আসা, BJP-তে যোগ তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শুভ্রাংশুর
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)