Mamata Banerjee: 'আইডি কার্ড ছাড়া কী করে স্কুলে ঢুকল?' মালদা স্কুলকাণ্ডে চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী
Malda News: স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের পণবন্দি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

কলকাতা: মালদায় সাতসকালে স্কুলে পিস্তল নিয়ে ঢুকে পড়ুয়াদের সামনে শাসানি। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। চক্রান্তের অভিযোগ তুলে তিনি বলেন, 'পরে পাগল বলে সাজিয়ে দেওয়ার চেষ্টা হয়। আইডি কার্ড ছাড়া কী করে স্কুলে ঢুকল? এত সহজভাবে সবকিছু সহজে নিলে চলবে না।' স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের পণবন্দি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
ক্লাসরুমে ঢুকে পড়ুয়াদের দিকে পিস্তল তাক করে হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনা যেভাবে সামাল দেওয়া হয়েছে তাতে পুলিশের প্রশংসা করেছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'বুদ্ধি দিয়ে ভাল কাজ করেছে পুলিশ।' তাঁর অভিযোগ, স্কুল পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা হয়েছে। গোটা ঘটনার পিছনে দিল্লির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, 'যেখানে বিরোধীদল, সেখানেই দিল্লি থেকে চক্রান্ত। কোনও সাধারণ কেউ এটা করতে পারে না।'
বিজেপির দাবি:
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। আমেরিকায় শুনেছি এরকম বন্দুকবাজদের ঘটনা ঘটে। এখন গ্রামেগঞ্জে ঘটছে। বাংলার আইনশৃঙ্খলা কোথায় দাঁড়িয়েছে। এভাবে রাজ্য চলতে পারে না। মুখ্যমন্ত্রী কন্ট্রোল হারিয়েছেন।'
কী ঘটেছে মালদায়:
ভয়াবহ কাণ্ড মালদার স্কুলে (Malda School)। 'ছেলে নিখোঁজ' এমনই দাবিতে পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটালেন এক ব্যক্তি। অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে পড়লেন তিনি। স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত ছাত্র এবং অভিভাবকরা। পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র (Fire Arms) সহ ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে। মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে আচমকাই এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ ঢুকে পড়তে দেখা যায়। এদিকে ক্লাসরুমে তখন ভর্তি পড়ুয়ারা। খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে এসে পড়ে পুলিশ। ঝুঁকি না নিয়ে সতর্কতার সঙ্গে ওই ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির সেই ভিডিও-তে দেখা গিয়েছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভরা ক্লাসরুমে নিজের দাবি জানাচ্ছেন। আর ভয়ে কাঁপছে গোটা ক্লাস।
কালিয়াগঞ্জ কাণ্ডেও ক্ষোভপ্রকাশ:
এদিন মমতা বলেন, 'কালিয়াগঞ্জকাণ্ডে তাণ্ডব চালিয়েছে বিজেপি। গুন্ডামি, জল্লাদগিরি করেছে, পুলিশের মেয়েদের উপরেও হামলা হয়েছে। পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছি। মৃতদেহ এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি, কিন্তু পাথর ছোড়া হচ্ছিল। এবার থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য থানায় ব্যাগ দেওয়া হবে।' হামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।























