Mamata Banerjee: "বাড়িতে থেকে পড়াশোনা করুক'' বেসরকারি স্কুলগুলিকে গরমের ছুটি এগিয়ে আনার আবেদন মুখ্যমন্ত্রীর
Summer Vacation: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে।

কলকাতা: বৈশাখের প্রবল গরমে নাজেহাল অবস্থা। ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। আর এবার ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলির গরমের ছুটি এগিয়ে আনার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গরমের ছুটি এগিয়ে আনার আবেদন: শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কার্যত কালঘাম ছুটছে ছাত্র-ছাত্রীদের। এই আবহে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য় সরকারের ছুটি বাতিল করা হয়েছে। সরকারি স্কুলগুলিতেও গরমের ছুটি শুরু হয়েছে। আমি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেও অনুরোধ করব। এই জন্য কোনও লিখিত নির্দেশিকা পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন থাকবে। যেহেতু অনেক রাজ্যেই ছুটি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুল যেগুলি রয়েছে.. কাল বাদে পরশু রবীন্দ্র জয়ন্তী। আপনারা আপনাদের ছুটিটা রবীন্দ্র জয়ন্তী থেকে যদি করে দেন ভাল হয়। বাচ্চারা যত বাড়িতে থাকে ততই ভাল। বাড়িতে থেকে পড়াশোনা করুক।''






















