Mamata Banerjee: '২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন', নন্দীগ্রামে হার নিয়ে খোঁচা মমতার
Suvendu Adhikari: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে লুঠ হয়েছে, এমন অভিযোগ করেন বিরোধী শুভেন্দু অধিকারী
আশাবুল হোসেন, কলকাতা: নন্দীগ্রামে হার নিয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari) নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । 'নন্দীগ্রামের (Nandigram) ঘটনা ভুলে গেছেন? ২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন,' বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট বিজেপির (BJP) ।
পাল্টা বাইরে সাংবিধানিক সম্মেলন করে শুভেন্দুর দাবি, 'হ্যাঁ জিতেছি। তাই আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আপনি মামলা করেছিলেন, বিচারপতি বদলালেন। দু বছর পেরিয়ে গেল। আপনার মামালর রিটে সবই কানে শোনা। চোখে দেখা কিছু নেই। একই বিল্ডিংয়ে ৩টি আসনের গণনা হচ্ছিল। তার মধ্যে একটি তৃণমূলও জিতেছিল।'
এদিন বিধানসভায় পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। সেটা গৃহীত হয়। সেই নিয়ে আলোচনাও হয়েছে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনটি ছিল হেভিওয়েট ব্যাটলফিল্ড। সেখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলের প্রার্থী ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইয়ের দিকেই নজর ছিল গোটা রাজ্য়ের। ফল বেরলে দেখা যায় নন্দীগ্রামে সামান্য কিছু ভোটের ব্যবধানে দয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও প্রথম থেকেই তৃণমূলের অভিযোগ ছিল লোডশেডিং করেই ভোট গণনায় কারচুপি করে জিতেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল সাংসদ শান্তনু সেন সবসময়েই শুভেন্দুর বিরুদ্ধে কারচুপির অভিযোগ করে এসেছেন। এবার বিধানসভায় দাঁড়িয়ে সেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পঞ্চায়েত ভোটের হিংসা প্রসঙ্গে তিনি আরও বলেন, 'মূলত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।' কয়েকটি জায়গায় অশান্তি হয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রীর।
এদিন সভার শুরুতেই শাসক দলের বিধায়কদের সঙ্গে বিরোধী দলের বিধায়কদের বচসা হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে লুঠ হয়েছে, এমন অভিযোগ করেন বিরোধী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, '২৫টি ব্লকে বিরোধীদের মনোনয়নই জমা দিতে দেওয়া হয়নি। বহু জায়গায় প্রার্থীদের মেরে তাড়িয়ে দিয়েছে তৃণমূল। পুলিশকে সঙ্গে নিয়ে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনে এর ফল পাবে তৃণমূল।' তাঁকে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিতে পারেননি মমতা, অভিযোগ শুভেন্দুর।
পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগে একাধিক বিজেপি বিধায়ক নিশানা করেছেন সরকারকে। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছে তা অতীতে কোথাও হয়েছে? পুলিশের নেতৃত্বে বিরোধীদের উপর আক্রমণ হয়েছে। কোচবিহারে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একজন খুন হয়ে গেল। যাঁরা মারা গেলেন তাদের পরিবারকে ভরণপোষণ কে দেবে?' তাঁর আরও অভিযোগ, 'দিনহাটায় ভোট দিতে গিয়ে দুজন গুলিবিদ্ধ হয় তাদের মধ্যে একজনের মৃত্যু আর একজনের বুকে এখনও গুলি আটকে রয়েছে সরকারি দলের বিধায়কদের কাছে আমার প্রশ্ন আপনারা কি কেউ এই ধরনের হিংসা দেখতে চান?' বিজেপির অভিযোগ, 'একাধিক জায়গায় বিডিও সাহেব নিজে দাঁড়িয়ে থেকে এই গন্ডগোলের নেতৃত্ব দিয়েছে।'সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর অভিযোগ, 'বিডিও, পুলিশ ও তৃণমূলের বাহিনী মনোনয়ন জমা দিতে দেয়নি। বাঁকুড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপি বিধায়ক ও কর্মীরা আক্রান্ত হয়েছেন। ভোটের দিন তৃণমূলের বাহিনী এলাকায় তাণ্ডব করেছে'
পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়ক সমীর জানার। তাঁর দাবি, '২০২১-এও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল, কী ফল হয়েছিল? আগে রাজ্যে মনোনয়ন জমা দেওয়া যেত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন হয়েছে। মনোনয়ন জমা দিতে কোনও বিরোধী প্রার্থীকে বাধা দেওয়া হয়নি। একাধিক জায়গায় বিরোধীরা তৃণমূল কর্মীদের খুন করেছে।'
পরে সাংবাদিক বৈঠক করে রাজ্যকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে বিধানসভা চালানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। পঞ্চায়েত হিংসা, নারী নির্যাতন এবং আরও নানা ইস্যুতে রাজ্যকে নিশানা করেন তিনি। তিনি আরও বলেন, '১৮ সালে কাঁথিতে ভোট লুট করতে দিইনি বলে জিতেছিলেন ১৯-এ।' মালদা, উত্তরবঙ্গে আরও নানা জায়গায় ১৮ সালে ভোট লুঠ হয়েছে বলে ১৯-এ হেরেছে তৃণমূল। দাবি, শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন: আজ সাড়ে ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৭ হাজার কোটি! আপনার নাম তালিকায় রয়েছে?