Kolkata News: মেসিকাণ্ডে শুভশ্রীকে নিয়ে অশ্লীল মন্তব্যে-ট্রোলিং, রাজের অভিযোগে পুলিশ হেফাজতে মূল অভিযুক্ত
অভিযোগের দিন পনেরোর মধ্যেই ঘটনায় অভিযুক্ত বিট্ট শ্রীবাস্তবকে বিহার থেকে গ্রেপ্তার করল পুলিশ

কলকাতা: লিওনেল মেসি-র সফরেই কলকাতার জন্য তৈরি হয়েছিল চরম লজ্জার ইতিহাস। মেসি-সুয়ারেজ-ডি'পল দের সঙ্গে জোঁকের মতো সেঁটে ছিলেন নেতা-মন্ত্রী-VVIP এবং তাঁদের কয়েকশো অনুগামীরা। উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মেসির সঙ্গে ছবি তোলেন তিনি। এরপর থেকেই তাঁকে নানা কটাক্ষের শিকার হতে হয়।
সমাজমাধ্যমে শুভশ্রীকে নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। কটাক্ষ-ট্রোলিং-এর শিকার হতে হয়। এই পরিস্থিতিতে কুরুচিকর মন্তব্যের অভিযোগে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রীর স্বামী ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।
গত ১৪ ডিসেম্বর রাতে টিটাগড় থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন রাজ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগের দিন পনেরোর মধ্যেই ঘটনায় অভিযুক্ত বিট্ট শ্রীবাস্তবকে বিহার থেকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত বিট্টু শ্রীবাস্তব কলকাতার কাছে টিটাগড়ের বাসিন্দা হলেও বর্তমানে বিহারে থাকেন। ট্রানজিট রিমান্ডে আজ সোমবার টিটাগড়ে অভিযুক্তকে নিয়ে আসে পুলিশ।
ব্যারাকপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই পোস্টগুলোর পেছনে অন্য কেউ জড়িত ছিল কিনা বা কোনো বাইরের প্ররোচনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এর আগে, সোশাল মিডিয়ায় শুভশ্রীর সমর্থনে একটি লম্বা পোস্ট করেছিলেন, তাঁর বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী। কিন্তু, তার পরেও থামেনি কুৎসা। তাই, গোটা বিষয়টি লিখিত আকারে টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
মহিলাদের সোশাল মিডিয়ায় যাঁরা ট্রোল করেন, তাঁদের উদ্দেশ্যে রাজের বার্তা, ‘‘যাঁরা মহিলাদের ট্রোল করেন, মহিলাদের কুইঙ্গিত করেন, আমি সেই সব মানুষদের ঘেন্না করি৷ সেটা শুধু আমার পরিবারের জন্য নয়, যেকোনও মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে, সে রাস্তায় হোক, সোশাল মিডিয়ায় হোক, আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি৷ ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক আমি তার জিভ-চোখ দু’টোই তুলে নিতে পারি৷’’






















