Treatment Cost Increased : মূল্যবৃদ্ধির আবহে এবার চিকিৎসাতেও জিএসটি-বোঝা! চড়া হচ্ছে স্বাস্থ্য বিমা, হাসপাতালের খরচ
Health Scheme Premium Hospital Cost Increased : আইসিইউ বাদে ৫ হাজার টাকার বেশি বেডের উপরে ৫% জিএসটি। স্বাস্থ্য বিমায় কোথাও ৫০%, কোথাও তারও বেশি বাড়ল প্রিমিয়াম ।
কলকাতা : মধ্যবিত্তের কপালে পড়তে চলেছে আরও চিন্তার ভাঁজ। মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই বাড়ছে হাসপাতালের খরচ। চিকিৎসা খরচেও এবার চাপতে চলেছে জিএসটি বোঝা। যার জেরে চড়া হতে চলেছে স্বাস্থ্য বিমা, হাসপাতালের খরচ। হাসপাতালে ভর্তির ক্ষেত্রে এবার গুণতে হবে ১৮% জিএসটি! জানা যাচ্ছে হাসপাতালে স্বাস্থ্য বিমার উপরে গুণতে হবে ১৮% জিএসটি!।
এদিকে, আইসিইউ বাদে ৫ হাজার টাকার বেশি বেডের উপরে ৫% জিএসটি। পাশাপাশি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসালে এবার থেকে ১২% জিএসটি! প্ল্যান্টের জিএসটির বোঝাও রোগীর উপরে চাপার আশঙ্কা । স্বাস্থ্য বিমায় কোথাও ৫০%, কোথাও তারও বেশি বাড়ল প্রিমিয়াম ।
হাসপাতালে মেডিক্লেমে চিকিৎসার ক্ষেত্রে এমনিতেই গুণতে হত ১৮ শতাংশ জিএসটি। কেন্দ্রীয় সরকারের কাছে যেটা কমানোর জন্য দাবি জানানো হয়েছিল। যদিও কমানো তো দূরের কথা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত বেসরকারি হাসপাতালে দৈনিক বেড ভাড়া ৫ হাজারের বেশি সেখানে আরও ৫ শতাংশ বেশি জিএসটি লাগু হতে চলেছে। যার ফলে স্বাস্থ্যখাতে ও হাসপাতালে ভর্তি হলে খরচ আরও বেশ কিছুটা বাড়বে বলেই আশঙ্কা।
View this post on Instagram
আরও পড়ুন- ফের অঙ্গদানের নজির রাজ্যে, সুস্থ জীবনের পথে পা বাড়াবেন ৪ জন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )