CID: মাদক মামলায় গ্রেফতার, জেল থেকেই সিআইডি অফিসারকে হুমকি ফোন অভিযুক্তের
অভিযুক্ত হিসেবে ২০২১ থেকে জেল খাটা অবস্থাতেই হুমকি ফোন করেন তিনি। কোর্টে সিআইডি জানায় জেল থেকেই আইও-কে হুমকি দিয়ে ফোন করানো হয়েছে।
জেল থেকেই সিআইডি অফিসারকে হুমকি ফোন করলেন মাদক মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত! ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে। জানা গিয়েছে, জেল থেকে হুমকি ফোন দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। এরপর মেদিনীপুর জেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ২টি মোবাইল ফোন, সিমকার্ড। কে ঘটিয়েছে এই ঘটনা? মাদক মামলায় অভিযুক্তের আজই ১০ বছরের কারাদণ্ড হয়। মাদক মামলায় জেল হেফাজতে যান হুগলির বাসিন্দা অভিযুক্ত বাপ্পা দাস। অভিযুক্ত হিসেবে ২০২১ থেকে জেল খাটা অবস্থাতেই হুমকি ফোন করেন তিনি। কোর্টে সিআইডি জানায় জেল থেকেই আইও-কে হুমকি দিয়ে ফোন করানো হয়েছে।
জাদুঘরে হুমকি ইমেল: কিছুদিন আগেই এসেছিল এসেছিল আরও একটি হুমকি মেল। মুহূর্তে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল ভারতীয় জাদুঘরে । সূত্রের খবর, শুক্রবার সকালে বোমা দিয়ে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। জাদুঘর কর্তৃপক্ষে মেল করে টেরোরাইজার ১১১ নামে এক সংগঠন। মেলে বলা হয় জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকোনো আছে। মেল পাওয়ার পরই জাদুঘর খালি করে দেওয়া হয়। জাদুঘরে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড, চলছে তল্লাশি। জাদুঘরে অনেক বড় বড় ঘর, দরজা। তাই কোনায় কোনায় চলছে তল্লাশি। কোনও জিনিসের আড়ালে বোমা রয়েছে কি না , তাও ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। আপাতত জাদুঘর ফাঁকা করে খোঁজার কাজ চলছে।
আরও হুমকির অভিযোগ: উত্তর ২৪ পরগনাতেও হুমকির ঘটনা ঘটে। তোলা না পেয়ে ব্যবসায়ীকে দোকানে ঢুকে মার, গুলি করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে রহড়ার (Rahara) কল্য়াণ নগরে। আর এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছিল তৃণমূলের শ্রমিক নেতার অনুগামীদেরই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবিও। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনা নিয়েই বিস্ফোরক অভিযোগ করেন খড়দা (kharda) তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তাঁর দাবি অভিযুক্ত তৃণমূলের নাম করে এলাকায় তোলাবাজি করলেও দল চুপ রয়েছে। খড়দায় ভরসন্ধেয় দোকানে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। তোলা চেয়ে ব্যবসায়ীকে মারধরের পাশাপাশি ক্যাশবাক্স খুলে নগদ লুঠ করার অভিযোগও উঠেছে। আক্রান্ত ব্যবসায়ী দীপু সাহার অভিযোগ, হুমকি দিচ্ছে দোকান বন্ধ করার। হুমকি দেওয়ার জন্য় প্রতিবাদ করতেই মারার হুমকি, গুলি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।