Midnapore Medical college: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল CID
Saline Controversy: গতকালই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তাঁদের বিরুদ্ধে তদন্ত চালাবে CID। আর সেই চিকিৎসকদের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল CID।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুর ঘটনায় এবার অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল CID। চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।
অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু: প্রসূতি-মৃত্যুর ঘটনায় এবার একাধিক চিকিৎসকদের বিরুদ্ধে এবার খুনের মামলায় দায়ের। প্রসূতির মৃত্যুর পর স্বাস্থ্য দফতর একটা অভ্যন্তরীণ তদন্ত করে। সেই রিপোর্টের ভিত্তিতে গতকাল রাতে পশ্চিম মেদিনীপুরের ডেপুটি CMOH-এর অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তভার নেয় CID। কেস ডায়েরি হাতে নেয় তারা। অনিচ্ছাকৃত খুনের ধারা ছাড়াও কর্তব্যে গাফিলতি এবং কাউকে জেনে শুনে বিপদে ফেলার মতো ধারাতেও মামলা রুজু করা হয়েছে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু ও ৩জনের সঙ্কটজনক পরিস্থিতির জন্য় চিকিৎসকদেরই দায়ী করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রিঙ্গার ল্যাকটেট স্যালাইনকাণ্ডে গতকালই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। যার মধ্যে রয়েছেন হাসপাতালের সুপারও। সব মিলিয়ে ৬ জন সিনিয়র এবং ৬ জন জুনিয়র চিকিৎসক রয়েছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন তাঁদের বিরুদ্ধে তদন্ত চালাবে CID। আর সেই চিকিৎসকদের বিরুদ্ধেই অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করল CID। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখানে তো ঘটনাটা অন্য রকম ঘটে গেছে। গাফিলতি। যারা সিজার করতে জানে না, তাদের সিজার করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ১২ জনকে সাসপেন্ড করে দেওয়া হল অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য CID।''
এখানেই শেষ নয়,গতকাল মেদিনীপুর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক দিলীপ কুমার পালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "দুই ডক্টর দিলীপকুমার পাল, যার কথা নারায়ণ নিগম বললেন, তিনি আরও ৩টি জায়গায় অপারেশন করেছেন। একজন তো শোনা গেছে, তিনি ওখান থেকে বসে আরও তিনটে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো।'' মুখ্য়মন্ত্রী এই বিস্ফোরক অভিযোগের পর চিকিৎসক দিলীপকুমার পাল যে নার্সিংহোমে অপারেশন করতে গেছিলেন বলে অভিযোগ, গতকাল দুপুরে সেখানে পৌঁছয় CID। নার্সিংহোম সূত্রে দাবি, CID তাঁদের রেজিস্টার নিয়ে গেছে।
আরও পড়ুন: Panihati Building Collapse: বাঘাযতীনের পর পানিহাটি, ফের বহুতল ভেঙে বিপত্তি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
