Udayan Guha : 'তৃণমূল না চাইলে বিজেপি প্রার্থী দিতে পারবে না' অভিষেকের বার্তার পরেও হুঙ্কার উদয়নের
পঞ্চায়েত ভোটের আগে ক্রমেই চড়ছে বাগযুদ্ধের পারদ। শাসক - বিরোধী দুই পক্ষ থেকেই হুঁশিয়ারি - পাল্টা হুঁশিয়ারির লড়াই চলছে।
কোচবিহার : পঞ্চায়েত ভোটের আগে ( Panchayet Poll ) ফের হুঙ্কার উদয়ন গুহর ( Udayan Guha ) । ফের বেলাগাম বিজেপি প্রার্থী ( BJP Candidate ) দিলে আমাদের নেতাদের শাস্তি হবে।
মঙ্গলবার দিনহাটার কালমাটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেন উদয়ন গুহ। তিনি আরো বলেন 'তৃণমূল না চাইলে বিজেপি এখানে প্রার্থী দিতে পারবে না। আমরা কাউকে বাধা দেব না কিন্তু এমন ভাবে সংগঠন তৈরি করব যাতে বিজেপি সিপিএম কংগ্রেস কেউ যেন প্রার্থী খুঁজে না পায়।' তিনি আরও বলেন বিজেপি প্রার্থী দিতে পারলে তাঁদের দলের লোকেদেরই শাস্তি হবে।
ক্রমেই চড়ছে বাগযুদ্ধের পারদ
পঞ্চায়েত ভোটের আগে ক্রমেই চড়ছে বাগযুদ্ধের পারদ। শাসক - বিরোধী দুই পক্ষ থেকেই হুঁশিয়ারি - পাল্টা হুঁশিয়ারির লড়াই চলছে। বোমাবাজিতে রক্তাক্ত হচ্ছে বঙ্গভূমি। মঙ্গলবারই মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দেন, 'প্রত্যেক বছর যেমন দখল করেছিলাম, এই বছরও পঞ্চায়েত দখল করব।' প্রকাশ্য সভা থেকে পঞ্চায়েত ‘দখল’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী। l তিনি আরও বলেন, ' আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন আসছে, আপনাকে জানাতে হবে, যে এই পঞ্চায়েতটা আমরা প্রত্যেক বছর যেমন দখল করেছিলাম, এই বছরও সেই পঞ্চায়েতটা দখল করব। কে কী বলল, কে কী করল, আমার দেখার দরকার নেই'
'তৃণমূল না চাইলে বিজেপি প্রার্থী দিতে পারবে না' অভিষেকের বার্তার পরেও হুঙ্কার উদয়নের
ফিরহাদ হাকিমের কড়া বার্তা
বিধায়কের বক্তব্য সম্পর্কে কড়াবার্তা দিলেন ফিরহাদ হাকিম। বলেন, প্রয়োজনে দল থেকে বের করে দেওয়াও হবে এমন করলে। ভোট লুঠ করতে এলে, ব্যালট বক্স পুকুরে ফেলে দেবেন। পাল্টা কৌশল শুভেন্দু অধিকারীর।
যদিও মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের অবস্থান আরও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলকোটের ঘটনা প্রসঙ্গে তিনি বলে দেন, ‘ আমি এখানে দাঁড়িয়ে বলছি হবে না ৷ যত দম থাকুক, প্রয়োগ করে দেখাক, স্বচ্ছ ও অবাধ নির্বাচন হবে৷ '
সাম্প্রতিক অতীতে একাধিক দলীয় বৈঠকে পঞ্চায়েত ভোট সুষ্ঠ ও নির্বিঘ্নে করার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কিন্তু, পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে না আসতেই, তাঁর দলের একাধিক নেতা ইতিমধ্যেই হুঁশিয়ারি-হুমকি দিতে শুরু করেছেন!