Mukul Roy : নিষ্ক্রিয় থাকার পরে ফের কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মুকুল? করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য
TMC : ৮ সেপ্টেম্বর মুকুল যোগ দেবেন তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে।

কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের সক্রিয় রাজনীতিতে মুকুল রায়? ‘কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, কারও রাজনৈতিক ফায়দা হবে না, ভোটে কোনও প্রভাব পড়বে না কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা’, বেশ কিছুদিন পরে তৃণমূল ভবনে এসে দাবি মুকুল রায়ের ।
এদিন তৃণমূল ভবনে এসে সুব্রত বক্সীর সঙ্গে কথা বললেন মুকুল রায়। পাশাপাশি ৮ সেপ্টেম্বর মুকুল যোগ দেবেন তৃণমূলের বুথ কর্মী সম্মেলনে। যার পরই জল্পনা, নিষ্ক্রিয় থাকার পরে ফের কি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মুকুল রায় (Mukul Roy)?
শিক্ষক দুর্নীতি মামলায় জেলে পার্থ চট্টোপাধ্য়ায়। গরুপাচার মামলায় হেফাজতে অনুব্রত মণ্ডল। যার পরই রাজ্য মন্ত্রিসভায় হয়েছিল রদবদল, যে প্রসঙ্গে মুকুল রায় বলেছিলেন, 'মন্ত্রিসভার রদবদলের উপর নির্ভর করে না ভাবমূর্তি’, ‘ভাবমূর্তি নির্ভর করে ভাবমূর্তির উপরে।' যার পরই তিনি জোড়েন, ‘দরকার হলেই রদবদল, যার দরকার তিনিই বলতে পারবেন’।
পিএসি চেয়ারম্যান বিতর্ক
তৃণমূল (TMC) নাকি বিজেপি (BJP)? কোন দলে রয়েছেন মুকুল রায় (mukul roy)? বিতর্কের মাঝেই গত জুনে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্য়ান (PAC)পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণনগরের বিধায়ক। সূত্রের খবর, ই-মেলে পদত্যাগপত্র পাঠান মুকুল। যার পরে বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর পিএসি-র নতুন চেয়ারম্যান করা হয় কৃষ্ণ কল্যাণীকে।
প্রথা অনুযায়ী, দেশের প্রত্যেকটি রাজ্যের পিএসি চেয়ারম্যানের (PAC Chairman) দায়িত্ব বিরোধী দলের কারও হাতে থাকে। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জিতে আসা মুকুলকে নিয়ে বিতর্ক শুরু হয় ফলপ্রকাশের অল্প পরেই। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে ফের পুরনো দলে ফিরেছেন কৃষ্ণনগরের বিধায়ক, অভিযোগ করে বিজেপি। তাঁর বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সরব হয় বিজেপি। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই আর্জি খারিজ করে দেন। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্য বিজেপি রাজ্য় নেতারা। সেই আবেদনের প্রেক্ষিতেই অধ্যক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে আদালত। কিন্তু দ্বিতীয় বারও একই রায় বহাল রেখে বিধানসভার স্পিকার জানিয়ে দেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। তাঁর বিধায়ক পদও খারিজ হচ্ছে না। বিজেপি মানেনি। উচ্চতর আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা। যা নিয়ে চলে লম্বা টানাপোড়েন।
আরও পড়ুন- ‘সন্ত্রাস তৈরি করতেই বীরভূমে তৃণমূলকর্মীর বাড়িতে বোমা মজুত’, কোর্টে দাবি এনআইএ-র






















