Mumbai Worker Death: ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ভিন রাজ্যে মৃত্যু এরাজ্যের বাসিন্দার
Mumbai News: রবিবার মুম্বইয়ের নাগপাড়ার মিন্ট রোডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে ৫ জন শ্রমিক।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ফের ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু এরাজ্যের বাসিন্দার। মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল চারজন ঠিকা শ্রমিকের। যার মধ্যে রয়েছেন বীরভূমের একজন।
মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল চারজন ঠিকা শ্রমিকের। রবিবার মুম্বইয়ের নাগপাড়ার মিন্ট রোডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে ৫ জন শ্রমিক। কিছুক্ষণের মধ্যে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরই তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত ঠিকা শ্রমিকদের মধ্যে সাঁইথিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নজরুল পল্লির রাজা শেখ ছিলেন। এই ঘটনার পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গতমাসে কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে যান KMDA-র তিন শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান। জানা গিয়েছে, প্রথমে এক শ্রমিক ম্যানহোলে নামেন। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকিরা ম্যানহোলে নামেন। তাঁরাও তলিয়ে যান। তিন জন ম্যানহোলে পড়ে যাওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয় তাঁদের দেহ। আর এবার ভিন রাজ্যে ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের।
তার আগে জানুয়ারি মাসে বাঁকড়ায় কারখানার ভিতরে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মাথায় গুরুতর আঘাত ছিল। ঝাড়খণ্ডের জারজিস আনসারির বয়স ৩০ বছর। ওই কারখানায় মাসখানেক আগে একজন কাজে যোগ দেন। একটি বহুতল বাড়ির নিচের তলায় ওই কারখানা। গোটা শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মাটির নিচে পড়ে থাকা দেহ রক্তে ভেসে যাচ্ছে দেখা যায়। মাথায় গুরুতর আঘাত ছিল। পাশেই আহত অবস্থায় পড়ে ছিলেন তাঁর সহকর্মী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ ফাঁড়ি এবং ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ।
আরও পড়ুন: Madan Mitra: 'পার্টির চাদর খুলে গেলে ভিখারি হয়ে যাবেন' TMC কাউন্সিলরকে নিশানা মদনের






















