Municipal Election 2022: শিলিগুড়িতে বামেদের জোট-বার্তা! একযোগে কটাক্ষ তৃণমূল-বিজেপির
Siliguri Municipality: ৪৭ টি ওয়ার্ডের শিলিগুড়ি (Siliguri) পুরসভায় তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে যথাক্রমে ৪৬ ও ৩৬ আসনে।
সনৎ ঝা, দার্জিলিং: যেখানে বামেরা (Left) প্রার্থী দেয়নি, সেখানে তৃণমূল (Trinamool) ও বিজেপি (BJP) বাদে যে কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীকে ভোট দিন। শিলিগুড়ি পুরভোটে (Siliguri Municipality) আগে এই বার্তাই দিল দার্জিলিং জেলা বামফ্রন্ট। যা নিয়ে একযোগে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।
২০১৫-র পুরভোটে কংগ্রেসের সমর্থন নিয়ে শিলিগুড়িতে ক্ষমতায় এসেছিল বামেরা। যা শিলিগুড়ি মডেল নামে পরিচিতি লাভ করে। এবার পুরভোটে দু’দলের মধ্যে জোট না হলেও, এনিয়ে চর্চা অব্যাহত। গতবার কংগ্রেসের জেতা ৪টি ওয়ার্ডে এবার প্রার্থী দেয়নি বামফ্রন্ট। শুধু তাই নয়, ওই চারটি ছাড়াও, যেসব ওয়ার্ডে তারা প্রার্থী দেয়নি, সেখানে তৃণমূল ও বিজেপি বাদে যে কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাল বাম নেতৃত্ব।
দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার জানিয়েছেন, কিছু ওয়ার্ডে তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে যে কোনও ধর্মনিরপেক্ষ দলের প্রার্থীকে ভোট দিতে বলা হচ্ছে। তাহলে কি ঘুরিয়ে কংগ্রেস প্রার্থীদেরই ভোট দিতে বলা হল? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন একযোগে বামেদের আক্রমণ করেছে তৃণমূল ও বিজেপি।
শিলিগুড়ির পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম দেব বলেন, “প্রথমে শিলিগুড়িকাণ্ড, পরে শিলিগুড়ি মডেল, তারই ফলশ্রুতি অশোকবাবুর তাঁরই সতীর্থর কাছে জমানত জব্দ, এবার অনৈতিক জোট করে লাভ হবে না, তার ফলও পেয়েছে সিপিএম।’’
৪৭ টি ওয়ার্ডের শিলিগুড়ি পুরসভায় তৃণমূল ও বিজেপি প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থী দিয়েছে যথাক্রমে ৪৬ ও ৩৬ আসনে। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি, আর ফলপ্রকাশ ১৪ তারিখ। শিলিগুড়ি পুরসভার ২৪ নম্বর বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, অতীতে নেতায় নেতায় জোট হয়েছে, কর্মীদের মধ্যে হয়নি, অনৈতিক জোটের ফল পেয়েছে সিপিএম, রাজ্য থেকে হাওয়া, এবার পুরভোটে আরও শেষ হবে।
আরও পড়ুন: Hoogly News: হুমায়ুন কবীরের গাড়ি দুর্ঘটনা, আহত মন্ত্রীর স্ত্রী, গাড়ির চালক, নিরাপত্তা রক্ষী