Municipal Election 2022: প্রার্থী নিয়ে অসন্তোষ বিজেপিতে, ক্ষোভের আঁচ এবার খড়গপুরে
West Midnapore News: বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ।
বিশ্বজিৎ দাস, খড়গপুর: জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির (BJP) অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর (Kharagpur) পুরভোটে (Municipal Election 2022) বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।
সোমবার সাংবাদিক বৈঠক ছাড়াই, পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে বঙ্গ বিজেপি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, জঙ্গিপুর পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেন মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ। এরপরই পার্টি অফিসে ক্ষোভ ফেটে পড়েন নেতা-কর্মীদের একাংশ। নেতার সামনেই ভাঙচুর করা হয় চেয়ার ও অন্যান্য জিনিসপত্র। সাংগঠনিক জেলা সভাপতিকে কোনওরকমে সরিয়ে নিয়ে যান তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা।
পার্টি অফিসের বাইরে আক্রান্ত হন জঙ্গিপুর পুরমণ্ডলের সাধারণ সম্পাদক দীপ হাজরা। প্রথমে সপাটে চড়, তারপর জুতোপেটা, বিক্ষোভকারী মহিলারা নিজেদের বিজেপি মহিলা মোর্চার সদস্য হিসেবে দাবি করলেও, বিজেপি নেতৃত্ব তা মানতে নারাজ। বিক্ষোভকারী বিজেপি নেত্রী তুলিকা মুখোপাধ্যায় বলেন, “টাকা নিয়ে প্রার্থী, যারা বিজেপি করে না তাঁদের প্রার্থী করা হয়েছে।’’ বিজেপির মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জন ঘোষ বলেন, “এরা কেউ বিজেপি কর্মী নয়, তৃণমূলের মদতেই বিক্ষোভ।’’
প্রার্থী পছন্দ না হওয়ায় হুগলির শ্রীরামপুরেও জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীদের একাংশ। এদের মধ্যে অনেকে পদত্যাগেরও ইচ্ছাপ্রকাশ করেছেন। বিজেপির অন্দরে প্রার্থী-অসন্তোষ নিয়ে এদিকে কটাক্ষ করেছে তৃণমূল। গতকাল এবিষয়ে বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পার্টির প্রসেসের মধ্য দিয়ে হয়েছে এবং বিজেপি প্রার্থী হওয়ার জন্য প্রচুর লোকজন উৎসাহী ছিলেন এটুকু আমি দেখেছি। সবাইকে তো আর একমোটেড করা যায় না।’’
আরও পড়ুন: Municipal Election 2022: তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম মৃত ব্যক্তির! তুঙ্গে তরজা