Murshidabad: মাঠে পাট ছাড়াতে গিয়ে রেজিনগরে বজ্রপাতে মৃত্যু দিন মজুরের
Murshidabad News: পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বেলডাঙা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দিন মজুরের অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মাঠে পাট ছাড়াতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগর (Rejinagar) থানার আন্দুলবেরিয়া সাতপুরে। সেখানে একটি মাঠে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে আন্দুলবেরিয়া পুঠিপাড়ার বাসিন্দা বছর ৩২-র শের হাসান সেখ স্থানীয় সাতপুর মাঠে পাট ছাড়াতে যায়। বেলা ১১টা নাগাদ হঠাতই বজ্রাঘাতে আহত হয় সে। খবর দেওয়া হয় রেজিনগর থানার। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে বেলডাঙা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দিন মজুরের অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।
পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছিল
এর আগেও বজ্রপাতে মৃত্যুর ঘটনা আগেও সামনে এসেছিল। কিছুদিন আগে বজ্রপাতে মৃত্যু হয়েছিল আরও ২ জনের। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনির ঘটনা। দুপুরে এক সময়ে প্রবল বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাত। সে সময় এই ঘটনা ঘটে। মৃতদের নাম খাঁদু হাঁসদা (১১) এবং আমেনা বিবি (৪২)। খাঁদুর বাড়ি কর্ণগড়ের বালিজুড়িতে। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। অন্যদিকে, আমেনার বাড়ি সাতপাটির কলসীভাঙ্গায়। এই দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুরুলিয়া জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। ঘটনার দিন পুরুলিয়ার ভিন্ন ভিন্ন থানা এলাকায় এদিন বারবার বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই ৩ জন মহিলার মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ১ কিশোরী সহ আরও ৩ জন মহিলা।
এছাড়াও কিছুদিন আগে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের এবং আহত হন দু জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (৬২) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (৫২) ও সুন্দরী সরেন (৫৫)। আহত দুজন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের সবারই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।
আরও পড়ুন: "মুখ্যমন্ত্রীকে ঝেড়ে ফেলুন, তবেই রেহাই", পার্থর অপসারণের পর আরও সুর চড়ালেন বিকাশ